সিলেটের হ্যাট্টিক নাকি রাজশাহীর প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ০৭ নভেম্বর ২০১৭
সিলেটের হ্যাট্টিক নাকি রাজশাহীর প্রথম

এক দিনের বিরতি শেষে আজ আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আর এ পর্ব দিয়েই শেষ হবে সিলেট ভ্যনুর খেলা। আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও গত আসরের রানার-আপ রাজশাহী কিংস।

এদিকে ইতোমধ্যে নিজেদের প্রথম দু’টি ম্যাচে জয় পেয়েছে সিলেট। ফলে টানা তৃতীয় জয়ের লক্ষ্য মাঠে নামবে সিলেট। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে রাজশাহী।

নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা চমৎকার ছিল নাসিরের দলের। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে এক কথায় উড়িয়ে দেয় তারা। দুই ওপেনার শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের উদ্বোধনী জুটিতে ১২৫ রানের কল্যাণে ৯ উইকেটে ম্যাচ জিতে সিলেট।

তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারায় সিলেট। শেষ ওভারে উইকেটরক্ষক নুরুল হাসানের ১টি করে ছক্কা ও চারে শেষ মুহূর্তে ম্যাচ জয়ের স্বাদ নেয় সিলেট। তাই নিজেদের মাঠে টানা দুই জয়ে বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে নাসিরের নেতৃত্বাধীন দলটি। ফলে তাদের সামনে এখন হ্যাট্টিক জয়ের লক্ষ্য।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হার মানে রাজশাহী। তাই এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নেয়ার জন্যই মাঠে নামবে ড্যারেন সামির দল।

প্রথম ম্যাচে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। কারণ ফিল্ডিংয়ে বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে রাজশাহীর ফিল্ডাররা। তাই বোলারদের পাশাপাশি ফিল্ডারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে রাজশাহীর ভাগ্য।



শেয়ার করুন :