ছিলেন না একাদশে, সুযোগ পেয়েই গড়লেন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯
ছিলেন না একাদশে, সুযোগ পেয়েই গড়লেন রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের নতুন রেকর্ড গড়লেন জাকের আলী। এবারের বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন জাকের আলী।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের ২৬তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে উইকেটের পেছনে ৬টি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন তিনি। এ ম্যাচে এনামুলের হকের পরিবর্তে দ্বাদশ খেলোয়াড় হিসেবে উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন জাকের।

বিপিএলের ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এতদিন দখলে রেখেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও পাকিস্তানের উমর আকমল।

২০১৬ সালের আসরে বরিশালের বিপক্ষেই ৫টি করে ডিসমিসাল করেন রংপুর রাইডার্সের হয়ে খেলা শাহজাদ ও রাজশাহী কিংসের হয়ে মাঠে নামা আকমল। ওই দু’টি ম্যাচে দু’জনই ২টি করে ক্যাচ ও ৩টি করে স্টাম্প করেন শাহজাদ ও আকমল। আর রেকর্ড গড়া ম্যাচে ৬টি ক্যাচই নেন জাকের।

এ রেকর্ড ঢাকার বিপক্ষে রাজশাহীর ব্যাটিং ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত। ম্যাচের বাকি ওভারে উইকেটের পেছনে আরও ক্যাচ নিলে জাকেরের রেকর্ডটি আরও শক্তপোক্ত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লার কাছে ধরা খেল চট্টগ্রাম

কুমিল্লার কাছে ধরা খেল চট্টগ্রাম

রাজশাহী রয়্যালসকে থামলো ঢাকা প্লাটুন

রাজশাহী রয়্যালসকে থামলো ঢাকা প্লাটুন

সিলেটকে হারিয়ে রংপুরই হাসলো জয়ের হাসি

সিলেটকে হারিয়ে রংপুরই হাসলো জয়ের হাসি

টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৪শ’ ছক্কা

টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৪শ’ ছক্কা