জ্বলে ওঠা গেইলের ১ রানের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৯
জ্বলে ওঠা গেইলের ১ রানের আক্ষেপ

ছবি : বিসিসিআই

আইপিএলের দ্বাদশ আসরে অনেকটাই নীরব ছিল ব্যাটিং দানব ক্রিস গেইলের ব্যাট। আসরের ২৮তম ও নিজের সপ্তম ম্যাচে এসে জ্বলে উঠলো গেইলের ব্যাট। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না তিনি।

চলমান আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা গেইল ৭ ম্যাচ খেলে মোট ৩১৪ রান সংগ্রহ করেছেন। এর আগে দুটি হাফ-সেঞ্চুরি থাকলেও আজ সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। তবে বল না থাকায় শেষ পর্যন্ত ৯৯ রানে অপরাজিত থাকেন গেইল।

শনিবার দিনের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং চেছে নিয়ে পাঞ্জাবকে ব্যাটিয়ে পাঠান রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে নেমে শুরু থেকেই চড়াও হন গেইল।

ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন গেইল। ইনিংসের শেষ বলটাও গেলই’ই মোকাবেলা করেছেন। তবে সেঞ্চুরি পেতে শেষ বলে রানের প্রয়োজন হলেও রান তুলে নেন গেইল। ফলে ১ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়। ৬৪ বল মোকাবেলা করে এ রান করেন তিনি।

চলমান আইপিএলের গেইলের ইনিংস ছিল ৭৯, ২০, ৪০, ৫, ১৬, ৬৩ রানের। আর আজ কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেললেন অপরাজিত ৯৯ রানের ইনিংস।

৯৯ রানের ইনিংসে ৫টি ছক্কা মারেন গেইল। এছাড়া ১০টি চারের মার মারেন তিনি। অনেকদিন ধরেই ‘ঘুমন্ত’ ব্যাট আজ ঠিকই জেগেছিল।

চলমান আসরে এখন পর্যন্ত ৩১৪ রান সংগ্রহ করে রান তোলার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন গেইল। যেখানে দুটি হাফ-সেঞ্চুরির সঙ্গে আজকের ৯৯* রানের ইনিংস রয়েছে।

চলমান আসরে এখন পর্যন্ত ২৩টি ছক্কা মেরেছেন গেইল। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া ২৬টি চারের মার রয়েছে। ছক্কা মারার রেকর্ডে গেইলের পরেই রয়েছে একই দেশের খেলোয়াড় আন্দ্রে রাসেল। ৬ ম্যাচ থেকে তিনি ছক্কা মেরেছে ২৯টি।

এদিকে গেইলের পরাজিত ৯৯ রানের উপর ভর করে কোহলির বেঙ্গালুরুকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৩ সংগ্রহ করে তারা।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নেই গেইল-রাসেলরা

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নেই গেইল-রাসেলরা

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

আগামী বিশ্বকাপে ভয়ংকর খেলোয়াড় গেইল

আগামী বিশ্বকাপে ভয়ংকর খেলোয়াড় গেইল

দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের