শেষ বলের নাটকীয়তায় আইপিএল শিরোপা মুম্বাইয়ের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ এএম, ১৩ মে ২০১৯
শেষ বলের নাটকীয়তায় আইপিএল শিরোপা মুম্বাইয়ের

ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসকে শেষ বলের নাটকীয়তায় হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিললো মুম্বাই ইন্ডিয়ান্সক। আইপিএলের দ্বাদশ আসরে চেন্নাইকে মাত্র ১ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

রোববার (১২ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোাহিত শর্মা। ব্যাট হাতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই।

ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করেছিল মুম্বাই। দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক মিলে মাত্র ২৮ বলেই যোগ করেন ৪৫ রান। ১টি চারের বিপরীতে ৫টি ছক্কা হাঁকান দু’জন। তবে অতিরিক্ত উত্তেজনা সামাল দিতে পারেননি ডি কক। পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে, পরের বলেও বড় শটের চেষ্টায় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ধরা পড়েন। ১৭ বলে ৪ ছক্কায় ২৯ রান করেন তিনি।

পরের ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে পাঠান দীপক চাহার। রোহিত ফেরেন ১৪ বলে ১৫ রানে। হুট করেই থেমে যায় মুম্বাইয়ের রানের গতি। দশম ওভারে আসা ১২ রানের কল্যাণে ২ উইকেটে ৭০ রান নিয়ে ইনিংসের মাঝপথ অতিক্রম করে মুম্বাই।

রোহিত-ডি কক ফেরার পর ইশান কিশান এবং সুর্যকুমার যাদভ মিলে চেষ্টা করেন পরিস্থিতি সামাল দেবার। কিন্তু ১২তম ওভারে ইমরান তাহির ভেঙে দেন জুটি। সুর্যকুমার ফেরেন ১৭ বলে ১৫ রান করে। পরের ওভারে ফিরে যান ৭ বলে ৭ রান করা ক্রুনাল পান্ডিয়াও।

শেষ পর্যন্ত শেষের তিন বলে ৯ রান নিয়ে দলীয় সংগ্রহটাকে ৮ উইকেটে ১৪৯ রানে নিয়ে ঠেকান পোলার্ড। তিনি অপরাজিত থাকেন ২৫ বলে ৩টি করে চার-ছক্কা মেরে ৪১ রান করে।

চেন্নাইয়ের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন দীপক চাহার। এছাড়া শার্দুল ঠাকুর ও ইমরান তাহির নেন ২টি করে উইকেট।

ফাইনাল ম্যাচে ১৪৯ রান সহজই মনে হচ্ছিল ধোনির চেন্নেইয়ের জন্য। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের ব্যাট শাসন করতে থাকে মুম্বাইয়ের বোলাদের। শেষ পর্যন্ত তিনি ৫৯ বলে ৮০ রানের থামেন। তার ৮০ রানের ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কার মার ছিল।

শেন ওয়াটসন ছাড়া চেন্নাইয়ের আর কেউ ভালো করতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন তারও সাথে ওপেনিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। এছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।

আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন অধিনায়ক ধোনি ব্যাট হাতে মাত্র ৮ বল মোকাবেলা করে মাত্র ২ রানের সাজঘরে ফেরেন। শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় ১৫০ রানের লক্ষ্যও চেন্নাইয়ের কাছে বড় হয়ে দাঁড়ায়।

শিরোপা জয়ে শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন হয় ৭ রানের। ৫ উইকেট হারানো চেন্নাইয়ের ব্যাটসম্যানরা মালিঙ্গার পর পর দুই বলে ১ রান নেন।  তৃতীয় বলে ২ রান নিলে মুম্বাইয়ে সামনে লক্ষ্য দাঁড়ায় ৩ বলে ৩ রান।

তবে মালিঙ্গা চতুর্থ বলে আউট হয় ওপেনিংয়ে নেমে ৮০ রান করা শেন ওয়াটসন। বেড়ে যায় ম্যাচের উত্তেজনা। ৫ম বলে মুম্বাই তুলে নেয় দুই রান। ফলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন হয় ২ রানের। মালিঙ্গার শেষ বলে ভারতের ক্রিকেটার শার্দুল ঠাকুর আউট হলে জয়ের উল্লোসে মেতে ওঠে মুম্বাই।

এ জয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুললো মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। এবার চতুর্থবারের মতো শিরোপা জিতে আইপিএলের সর্বোচ্চ শিরোপাধারীও হলো রোহিম শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের ফাইনালে ক্ষুব্ধ পোলার্ডের পাগলামী

আইপিএলের ফাইনালে ক্ষুব্ধ পোলার্ডের পাগলামী

নারী আইপিএলের ফাইনালে হেরে গেল জাহানারার দল

নারী আইপিএলের ফাইনালে হেরে গেল জাহানারার দল

অশ্বিনকে ১২ লাখ রুপি জরিমানা

অশ্বিনকে ১২ লাখ রুপি জরিমানা

কলকাতা নাইট রাইডার্সের উপর ক্ষুব্ধ রাসেল

কলকাতা নাইট রাইডার্সের উপর ক্ষুব্ধ রাসেল