সাকিব-ফিজের ভিত্তি মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ এএম, ১৫ জানুয়ারি ২০১৮
সাকিব-ফিজের ভিত্তি মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা

সাকিব আল হাসানকে সাত বছর পর ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর দ্বিতীয় বছরেই হায়দরাবাদ ছেড়ে দিয়েছে মোস্তাফিজকে। ফলে এবার একাদশ আসরে নিলামে ওঠছেন এই দুই তারকা। আর আইপিএল নিলামে তাদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১ কোটি ৩০ লাখ টাকা।

দুই কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। সাকিব-মোস্তাফিজরা আছেন তৃতীয় ধাপে।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের একাদশতম আসর। তার আগে আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের খেলোয়াড় নিলাম। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে এবার ১১২২জন ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করা হয়েছে।

১১২২ ক্রিকেটারের তালিকা ইতোমধ্যেই আইপিএলের আট ফ্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তিন বছর পর ফিরে এসেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। নিলামের তালিকায় আগের ১০ আসরে আইপিএলে খেলা ২৮১ জন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নতুন আরও ৮৩৮ জন ক্রিকেটার। ১১২২ ক্রিকেটারের মধ্যে ভারতের স্থানীয়ই রয়েছেন ৭৭৮ জন। আইসিসির সহযোগী দেশগুলো থেকে নেয়া হয়েছে মাত্র তিন ক্রিকেটারকে।

এদিকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলামে সাকিব-মোস্তাফিজ ছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজুকে নিলামে ডাকা হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-তামিমসহ আইপিএল নিলামে ১১২২ খেলোয়াড়

সাকিব-তামিমসহ আইপিএল নিলামে ১১২২ খেলোয়াড়

তামিমে মুগ্ধ প্রীতি, দলে ভেড়ানোর সিদ্ধান্ত

তামিমে মুগ্ধ প্রীতি, দলে ভেড়ানোর সিদ্ধান্ত

যে কারণে সাকিবকে রাখলো না কলকাতা

যে কারণে সাকিবকে রাখলো না কলকাতা

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর-হায়দরাবাদ

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর-হায়দরাবাদ