অধিনায়ক হিসেবে ব্যর্থ কোহলি : গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ১৭ জুন ২০২০
অধিনায়ক হিসেবে ব্যর্থ কোহলি : গম্ভীর

ফাইল ছবি

ব্যাটসম্যান হিসেবে অসাধারণ কিন্তু অধিনায়ক হিসেবে পুরোপুরি ব্যর্থ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এমন মন্তব্যই করলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। ভারতের একটি টিভি অনুষ্ঠানে ব্যাটসম্যান কোহলির প্রশংসা করলেও অধিনায়ক কোহলির সমালোচনা করেন গম্ভীর।

তিনি বলেন, ‘ক্রিকেট একই সাথে দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্সের খেলা। একাই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে কোন কোন খেলোয়াড়। যেমনটা বহুবার করেছেন কোহলি। নিজের একার পারফরম্যান্স দিয়ে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। এখন পর্যন্ত অনেক রানও করেছেন কোহলি। যেমন ব্রায়ান লারা, জ্যাক ক্যালিসও প্রচুর রান করেছেন। কিন্তু তাদের বড় কোন শিরোপা নেই।’

‘ঠিক তেমনি এখন পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে অনেক অর্জন করলেও অধিনায়ক হিসেবে কোহলির কোন অর্জন নেই। কিন্তু অনেক বড় ট্রফি জেতার জন্য সেরা সুযোগ ছিল তার। কোহলির হাতে তেমন খেলোয়াড়ও ছিল। তাই আমার কাছে মনে হয়, বড় ট্রফি না জিতলে ক্রিকেট ক্যারিয়ার পূর্ণতা পায় না। কোহলির ক্যারিয়ারও এখনও পূর্ণতা পায়নি।’

২০১৭ সালে কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। গত বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছিল ভারত। দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়ে সেমিফাইনালে উঠে ভারত। কিন্তু শেষ চারে মুখ থুবড়ে পড়ে ভারতের।

নিউজিল্যান্ডের কাছে সেমির ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ফলে সেবারও কোহলির হাতে আইসিসির ট্রফি উঠতে পারেনি। তাই গম্ভীরের অনুরোধ দলের সতীর্থদের শক্তি ও দুর্বলতা বুঝতে হবে কোহলিকে। সতীর্থদের কোহলির সেভাবেই ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘কোহলি বাকিদের থেকে আলাদা। তার মতো দক্ষতা অনেকেরই নেই। তাই সতীর্থদের সর্ম্পকে বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ গুণ। নিজের সঙ্গে সতীর্থদের তুলনা করলে চলবে না। কারণ প্রত্যেক ব্যক্তিই আলাদা সবারই নিজস্ব সুবিধা-অসুবিধা, শক্তি-দুর্বলতা রয়েছে। এসব নিয়েই দলের জন্য সেরা সাফল্য অর্জন করতে হবে কোহলিকে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্র্যাডম্যানের পর কোহলি হতে পারে সর্বকালের সেরা : সাঙ্গাকারা

ব্র্যাডম্যানের পর কোহলি হতে পারে সর্বকালের সেরা : সাঙ্গাকারা

পর্দার ধোনিকে হারিয়ে শোকস্তব্ধ টেন্ডুলকার-কোহলিরা

পর্দার ধোনিকে হারিয়ে শোকস্তব্ধ টেন্ডুলকার-কোহলিরা

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ