গ্রান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ০৩ জুলাই ২০২০
গ্রান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান!

পাকিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান। যিনি কি-না বর্তমান পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। তবে তার বিরুদ্ধে ভয়ংকর এক অভিযোগ আনলেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার ও ২০১৪-১৯ সাল পর্যন্ত টানা ৫ বছর পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা গ্রান্ট ফ্লাওয়ার।

এক ক্রিকেট পডকাস্টে আলাপকালে গ্রান্ট ফ্লাওয়ার জানান, ইউনিসকে একদিন ব্যাটিং পরামর্শ দিয়েছিলাম, যা তিনি ভালোভাবে নেয়নি। পরবর্তীতে তিনি আমার গলায় একটি ছুরি ধরেছিলেন!

গ্রান্ট ফ্লাওয়ার বলেন, ‘ইউনিস খানের আচরণ খুব রূঢ় কিন্তু তার ক্যারিয়ার দুর্দান্ত। ব্রিসবেনের একটা ঘটনার কথা মনে পড়ছে। সেই সময়ে ব্রেকফাস্ট টেবিলে ব্যাটিং নিয়ে কিছু একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। হয়তো তার ক্যারিয়ারের কাছে আমার আন্তর্জাতিক পরিসংখ্যান কিছুই নয়। সে পাকিস্তানের টেস্টে সর্বোচ্চ রানের মালিক। তবে সে আমার পরামর্শ ভালোভাবে নেয়নি। রীতিমতো ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে!’

তিনি আরও বলেন, ‘ইউনিস আমার গলায় ছুরি চেপে ধরে। মিকি আর্থার আমার পাশেই বসে ছিলেন। উনি শেষ পর্যন্ত থামান। কোচিং জিনিসটাই ইন্টারেস্টিং। অনেক অভিজ্ঞতার সাক্ষী থেকেছি, শিখেছিও অনেক বিষয়। আমি আজ যে জায়গায় এসেছি তার জন্য আমি বেশ ভাগ্যবান।’

ফ্লাওয়ার আরও জানিয়েছেন যে, পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ একজন দক্ষ ব্যাটসম্যান। তবুও বিদ্রোহী ক্রিকেটার ছিলেন তিনি।

তিনি বলেন, ‘তিনি (শেহজাদ) খুব দক্ষ ব্যাটসম্যান, তবে বেশ বিদ্রোহী। প্রতিটি দল তার বিদ্রোহী হয়েছে। কখনও কখনও এটি তাদের আরও ভাল খেলোয়াড় করে তোলে, আবার কখনও কখনও সম্ভবত তা না হয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লালা নিষিদ্ধ, দর্শক নেই : কেমন হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ

লালা নিষিদ্ধ, দর্শক নেই : কেমন হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ

বোর্ডের নাম লিখতে গিয়ে ভুল করলো পাকিস্তান

বোর্ডের নাম লিখতে গিয়ে ভুল করলো পাকিস্তান

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ