ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ এএম, ২১ জুলাই ২০২০
ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ আমির

ফাইল ফটো

দ্বিতীয় সন্তানের বাবা হবেন বলে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যোগ না দিয়ে ছুটি নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। চারদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন।

দলের সাথে যোগ না দিলেও বর্তমানে ইংল্যান্ডেই রয়েছেন মোহাম্মদ আমির। ফলে ভ্রমণের ঝামেলা নেই তার। এছাড়া ইতোমধ্যে করোনা পরীক্ষাতেও নেগেটিভ হয়েছেন আমির। ফলে আমিরের দলে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

এদিকে আমিরকে দলে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছেন পাকিস্তানের আরেক পেসার হ্যারিস রউফ। কারণ, দ্বিতীয়বারের পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। যার ফলে পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম পরীক্ষায় নেগেটিভ আসার পর এখন দ্বিতীয়বার তাকে করোনা পরীক্ষা দিতে হবে। সেখানে করোনা নেগেটিভ আসলেই দলের সঙ্গে যোগ দেবেন আমির। এছাড়া আমির দলের সঙ্গে যোগ দিলে রিজার্ভে রাখা উইকেটকিপার ও ব্যাটসম্যান রোহেল নাজিরকে বাদ দেওয়া হবে।

এদিকে স্ত্রী-সন্তানের সাথে ভারতে থাকা শোয়েব মালিকের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষা লম্বা হচ্ছে। কারণ, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ভারত থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে।

পিসিবি জানায়, ম্যানচেস্টারে ২৮ আগস্ট থেকে শুরু হওয়া টি-টুয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব মালিক। শোয়েব দলে যোগ দিলে টিম ম্যানেজমেন্ট অন্য একজন খেলোয়াড়কে বাদ দেবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের স্বপ্নে জল ঢেলে দিলেন সাঈদ আজমল

পাকিস্তানের স্বপ্নে জল ঢেলে দিলেন সাঈদ আজমল

আজহারের স্ত্রীর জন্য দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম

আজহারের স্ত্রীর জন্য দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম

নাসিমের ‘স্বপ্নের হ্যাটট্রিকে’ তিন দেশের ব্যাটসম্যান

নাসিমের ‘স্বপ্নের হ্যাটট্রিকে’ তিন দেশের ব্যাটসম্যান

দলের সাথে করোনামুক্ত ভাট্টি

দলের সাথে করোনামুক্ত ভাট্টি