কন্ডিশনিং ক্যাম্পের আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ এএম, ১১ আগস্ট ২০২০
কন্ডিশনিং ক্যাম্পের আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি

করোনার পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ। যা নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে বিসিবি। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের জন্য ডাক পাওয়া সব ক্রিকেটারকে কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর মতে, শ্রীলঙ্কার সফরসূচি চুড়ান্ত করার ভিত্তিতেই কন্ডিশনিং ক্যাম্পের তারিখ নির্ধারণ করা হবে। নিজামুদ্দিন বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কা সফরের সূচি চুড়ান্ত করার পরই কেবল কন্ডিশনিং ক্যাম্পের দিনক্ষণ ঠিক করা হবে।’

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করতে পারে বলে জানিয়েছেন তিনি। নিজামুদ্দিনের মতে, আসন্ন সফরে নির্ধারিত তিন ম্যাচের টেস্ট সিরিজের সাথে অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও হতে পারে। বিসিবির এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ‘প্রত্যোক খেলোয়াড়ের জন্য কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। কন্ডিশনিং ক্যাম্প শুরুর পরই আমরা কেবল তাদেরকে টেস্ট ও আইসোলেশনের ব্যবস্থা করতে পারব। কোভিড-১৯ টেস্ট করার পরই তারা আবাসিক ক্যাম্পে প্রবেশের অনুমতি পাবে।’

কোভিড-১৯ অ্যাপসের মাধ্যমে বিসিবি খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন নিজামুদ্দিন। তিনি বলেন, ‘কোভিড-১৯ সুস্থতা’ নামের অ্যাপস দিয়ে আমাদের চিকিৎসা বিভাগ নিয়মিতভাবে খেলোয়াড়দের তদারকি করে চলেছে। এই অ্যাপসটি খেলোয়াড়দের অসুস্থতা ও সমস্যা শনাক্ত করতে কার্যকরী ভূমিকা রাখছে। তাই এই অ্যাপসের কল্যাণে সবকিছু এখনও পর্যন্ত ভালভাবেই এগিয়ে চলেছে।

বিসিবির এই নির্বাহী বলেছেন, তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনেরও প্রস্তাব দেওয়া হয়েছে লঙ্কাকে। তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘টেস্ট সিরিজের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেরও প্রস্তাব করা হয়েছে। এটি নিয়ে লঙ্কান বোর্ডের সঙ্গে অভ্যন্তরীন আলাপ আলোচনা চলছে। সেটি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত সফরসূচি ঘোষণা করা হবে।’

পূর্বের সূচি মোতাবেক তিন ম্যাচের টেস্টের সময় ছিল জুলাই-আগস্টে। যেটি জুনে বিসিবি ও লঙ্কান বোর্ড যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারণ করেছিল। লঙ্কানরা করোনাভাইরাসকে সে দেশে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় নির্ধারিত সূচিতেই টেস্টটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু করোনার কারণে টাইগাররা ঘরের মধ্যে অবস্থানে বাধ্য হওয়ায় প্রস্তুতির ঘাটতিতে পড়ে বাংলাদেশ। ফলে ওই সূচি রক্ষা করা সম্ভব হয়নি।

করোনা জনীত সঙ্কটের কারণে এশিয়া কাপ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় নতুন করে সুযোগ পেয়ে যায় দেশ দুটি। কোভিড-১৯ এর কারণে বাংলাদেশ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সূচি থেকে বঞ্চিত হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজহারের অধিনায়কত্বে হতাশ ওয়াসিম আকরাম

আজহারের অধিনায়কত্বে হতাশ ওয়াসিম আকরাম

রান করতে না পারলেই বাদ, জানতেন বাটলার

রান করতে না পারলেই বাদ, জানতেন বাটলার

দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

হোম সিরিজ দেশের বাইরে খেলতে নারাজ পাকিস্তান

হোম সিরিজ দেশের বাইরে খেলতে নারাজ পাকিস্তান