বিসিবির ভাবনায় আন্তর্জাতিক ব্রডকাস্ট, বিলম্বের শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ০২ নভেম্বর ২০২০
বিসিবির ভাবনায় আন্তর্জাতিক ব্রডকাস্ট, বিলম্বের শঙ্কা

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেশের ৭৫ জন ক্রিকেটার অংশগ্রহণ করবে। করোনা পরবর্তী ওয়ানডে ফরম্যাটে প্রেসিডেন্ট’স কাপের পর এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টি আরও জমকালো করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্যে টুর্নামেন্টের খেলা সম্প্রচারে আন্তর্জাতিক ব্রডকাস্ট চায় বিসিবি। তবে সেক্ষেত্রে টুর্নামেন্ট শুরু হতে বিলম্বও হতে পারে।

টুর্নামেন্টে আন্তর্জাতিক কোন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো না হলেও আয়োজনে কোন রকম ঘাটতি থাকবে না বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই নিশ্চিত করেছেন। ক্লাবগুলোর মালিকানা বিক্রির জন্য পৃষ্টপোষক এবং আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য ইতোমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে। পৃষ্ঠপোষকের জন্য মাঠের বিজ্ঞাপন স্বত্ব বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতার জন্য বিপুল অর্থ প্রয়োজন। যার ফলে পৃষ্ঠপোষকদের আগ্রহের ওপর নির্ভর করছে টি-টোয়েন্টি টুর্নামেন্টর ভবিষ্যৎ। যদি পৃষ্ঠপোষকতা পাওয়া না যায়, তাহলে এর ব্যয় কমিয়ে আনা হবে এবং বোর্ড নিজ খরচে এ টুর্নামেন্ট আয়োজন করবে। যদি অংশগ্রহণকারী ৫ দলের পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে জমকারো আয়োজনে হবে টুর্নামেন্ট।

রোববার (১ নভেম্বর) বিসিবি পরিচালক ও মিডিয়ার কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আমরা পৃষ্ঠপোষকদের কাছ থেকে সাড়া পাচ্ছি। শুনেছি অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। অনেক কোম্পানি আগ্রহ প্রকাশ করছে।

আন্তর্জাতিক ব্রডকাস্টের বিষয়ে তিনি বলেন, ব্রডকাস্টার পেলে আন্তর্জাতিকভাবে ম্যাচগুলো সম্প্রচার করা যাবে। আমাদের ব্রডকাস্ট হবে আলাদা, প্রোডাকশানও আলাদা। এমনকি ডিজিটাল বিষয়বস্তুও হবে আলাদা। কেউ ডিজিটাল বিষয়বস্তু নিতে পারে অথবা তারা আলাদা আলাদাভাবে ব্রডকাস্ট ও প্রোডাকশন নিতে পারে।

নভেম্বরের মধ্যভাগে আয়োজিত হতে পারে এ টুর্নামেন্ট। সেই লক্ষ্য নিয়েই এগুচ্ছে বিসিবি। তবে টুর্নামেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

জালাল ইউনুস বলেন, আমরা যদি আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য চেষ্টা করি, তাহলে কিছুটা বিলম্বিত হতে পারে। এ জন্য বাড়তি আট থেকে ১০ দিন সময় লাগবে। সে ক্ষেত্রে ১৫ নভেম্বরের পরিবর্তে ভিন্ন তারিখে টুর্নামেন্টের আয়োজন হবে।

পৃষ্ঠপোষকতা পাওয়ার পর টুর্নামেন্টের দল গঠন এবং খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ হবে বলে জানান বিসিবির এ মিডিয়া কমিটির প্রধান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দিতে হবে ফিটনেস পরীক্ষা

টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দিতে হবে ফিটনেস পরীক্ষা

পাঁচ দলের টুর্নামেন্টের নাম ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’

পাঁচ দলের টুর্নামেন্টের নাম ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’

টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘নেতৃত্ব’ দেবেন সাকিব

টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘নেতৃত্ব’ দেবেন সাকিব

প্রেসিডেন্ট’স কাপে কার কার হাতে ‍উঠলো পুরস্কার

প্রেসিডেন্ট’স কাপে কার কার হাতে ‍উঠলো পুরস্কার