‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২০
‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

পাকিস্তানি বাঁহাতি পেস বোলার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্টের আচরণের বিরুদ্ধে ‘প্রতিবাদ’ হিসেবে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তিনি এ ঘোষণা দেন।

পাকিস্তানের এ ফাস্ট বোলারের মতে, জাতীয় দলের সিনিয়র টিম ম্যানেজমেন্ট যেভাবে আচরণ করেছেন, তাতে তিনি ‘মানসিক নির্যাতন’ ভোগ করেছেন। বর্তমান পাকিস্তান টিম ম্যানেজমেন্টের অধীনে তিনি খেলতে চান না।

নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আমির। ২৮ বছর বয়সে দলে সুযোগ না পাওয়াকে নিজের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন আমির।

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক শোয়েব জাটের টুইট অ্যাকাউন্ট প্রকাশিথ ভিডিও বার্তায় আমির বলেন, ‘না, আমি ক্রিকেট থেকে দূরে যাচ্ছি না। আপনি যদি এখনকার পরিবেশ দেখেন এবং আমাকে যেভাবে একপাশে করা হয়েছে তা যদি দেখে থাকেন। আমাকে নির্বাচিত না করায় আমি একটি সতর্কবার্তা পেয়েছি।’

আমির আরও বলেন, ‘আমি মনে করি না যে, এ ব্যবস্থাপনায় আমি ক্রিকেট খেলতে পারি। আমার মনে হয়, এবার ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। আমাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমি মনে করি না যে, আমি এখন আর নির্যাতন সহ্য করতে পারবো। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত আমি অনেক নির্যাতন দেখেছি। আমি খেলা থেকে দূরে ছিলাম এবং আমার ভুলের জন্য সাজা পেয়েছিলাম।’

নিষেধাজ্ঞা শেষে দলে ফিরে আসার বিষয়েও তিনি কথা বলেছেন। দলের অনেকেই তার সাথে খেলতে না চাইলেও দুইজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমির। তারা হলেন- পিসিবি চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান নাজম শেঠি এবং সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

তিনি বলেন, ‘আমাকে বার বার অত্যাচার করা হয়েছে যে, আমার মধ্যে পিসিবি বিনিয়োগ করেছে। আমি এখনও দু’জনকে ক্রেডিট দিয়েছি। পাঁচ বছরের সাজা শেষে আমি ফিরে এসেছি। শেঠি সাহেব ও শহীদ আফ্রিদি, দু’জনকে আমি চিরকাল ধন্যবাদ জানাবো। দু’জনই আমাকে কঠিন সময়ে সমর্থন করেছিল। দলের বাকিরা বলেছিল যে, আমরা আমিরের সাথে খেলবো না।’

দেশের হয়ে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলবেন মোহাম্মদ আমির। সর্বশেষ লঙ্কা প্রিমিয়াল লিগেও (এলপিএল) দুর্দান্ত খেলেছেন আমির। এলপিএলের উদ্বোধনী আসরে রানার্সআপ হওয়া গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১১ উইকেট শিকার করেছেন পাকিস্তানের বাঁহাতি এ পেসার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে নেমেই নিয়ম ভাঙলেন আমির

মাঠে নেমেই নিয়ম ভাঙলেন আমির

অবসরের জন্য আর্থারকে দায়ী করলেন আমির

অবসরের জন্য আর্থারকে দায়ী করলেন আমির

আমিরের প্রশংসায় পঞ্চমুখ স্মিথ

আমিরের প্রশংসায় পঞ্চমুখ স্মিথ

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ