মেয়েদের ত্রিদেশীয় সিরিজ বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১৮ এপ্রিল ২০২১
মেয়েদের ত্রিদেশীয় সিরিজ বাতিল

চলতি বছরের জুন-জুলাইয়ে ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের আগে স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ ও পাকিস্তানের একটি ত্রি-দেশীয় টুর্নামেন্ট খেলার কথা ছিল। তবে আপাতত সেটি আর হচ্ছে না। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় টুর্নামেন্টটি বাতিল করা হয়েছে। 

মূলত করোনার ক্রমাগত বৃদ্ধির কারণেই ত্রি-দেশীয় সিরিজটি আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিসিবি। বাংলাদেশ নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল বলেন ` এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের সম্ভাবনা নেই।` 

তবে, ত্রিদেশীয় সিরিজ না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে ঈদের পর শুরু হতে পারে নারী দলের ক্যাম্পও। 

এ প্রসঙ্গে নাদেল বলেন, `সব ঠিক থাকলে আমাদের জুনে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল,যদিও সব কিছু এখন নির্ভর করছে পরিস্থিতির উপর। শ্রীলঙ্কা সফরকে লক্ষ্য করে ঈদের পর আমরা ক্যাম্প করব। ত্রি-দেশীয় সিরিজ খেলার ইচ্ছে থাকলেও তাতে পাকিস্তান সাড়া না দেয়ায় আপাতত শ্রীলঙ্কার সাথেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাই আমরা`। 

ইতিমধ্যেই করোনার কারণে বন্ধ হয়ে গেছে এনসিএল, পাকিস্তান যুবাদের দেশে আসার কথা থাকলেও সেটিও পরিত্যক্ত করোনা ভাইরাসের কারণে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জয়ে উচ্ছ্বসিত পাকিস্তানি ক্রিকেটাররা

সিরিজ জয়ে উচ্ছ্বসিত পাকিস্তানি ক্রিকেটাররা

টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বাজিমাত

টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বাজিমাত

মা’কে নিয়ে রশিদ খানের আবেগঘন টুইট

মা’কে নিয়ে রশিদ খানের আবেগঘন টুইট

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’