নিজ জন্মভূমিতে খেলতে মুখিয়ে খাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ এএম, ০১ মে ২০২১
নিজ জন্মভূমিতে খেলতে মুখিয়ে খাজা

জন্মটা পাকিস্তানে হলেও বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়, ক্রিকেট খেলেছেন সেখানের হয়েই। ক্রিকেটার হওয়ার সুবাদে নানা দেশে ক্রিকেট খেললেও কখনো নিজ জন্মভূমি পাকিস্তানের মাঠে খেলা হয়নি উসমান খাজার। আর তাই পিএসএলে ডাক পাওয়া খাজা মুখিয়ে আছেন নিজ জন্মভূমিতে মাঠে নামার জন্য। 

২০১১ সালে প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার হিসেবে খেলেন অজিদের হয়ে। এরপর বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে ক্রিকেট খেললেও খেলা হয়নি  পাকিস্তানের মাটিতে। তবে খাজার সেই আক্ষেপ দূর হচ্ছে খুব দ্রুতই। 

পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফটে খাজাকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। আর তাতেই পাকিস্তানের মাটিতে  খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এ বাঁহাতি ব্যাটারের। 

দারুণ উচ্ছ্বসিত খাজা বলেন, `আমি পাকিস্তানে খেলার জন্য মুখিয়ে আছি। আমি আমার বাড়ি যেতে পারব, যেখান থেকে আমার সবকিছু শুরু। পুনরায় ক্রিকেট ফেরার জন্য পাকিস্তান দারুণ ভাবে চেষ্টা করে যাচ্ছে।` 

উসমান খাজা মনে করেন, আইপিএলের মতো অর্থের ঝলকানি থাকলে পিএসএলেও নামি-দামি খেলোয়াড়দের দেখা যেত। এ প্রসঙ্গে তিনি বলেন, `আইপিএলের মতো অর্থ থাকলে এখানেও অনেক ভালো খেলোয়াড় খেলার জন্য  আসতো। দিন শেষে টাকা অবশ্যই বড় ভূমিকা রাখে।` 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অক্সিজেনের জন্য অর্থ দিলেন শচীন

অক্সিজেনের জন্য অর্থ দিলেন শচীন

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

অক্সিজেনের জন্য অর্থ সাহায্য দিল মোস্তাফিজরা

অক্সিজেনের জন্য অর্থ সাহায্য দিল মোস্তাফিজরা

জিম্বাবুয়েকে গুড়িয়ে দিয়ে প্রথম দিনেই চালকের আসনে পাকিস্তান

জিম্বাবুয়েকে গুড়িয়ে দিয়ে প্রথম দিনেই চালকের আসনে পাকিস্তান