ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৬ এএম, ০৭ মে ২০২১
ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

কোভিড-১৯ পরবর্তী সময়ে নিজেদেরকে হারিয়ে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে টেস্ট সিরিজে হার এবং নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াটওয়াশ। সব মিলিয়ে বেশ টালমাটাল অবস্থায় আছে বাংলাদেশ দল। এর মধ্যে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে কিছুটা আলোর মুখ দেখলেও দ্বিতীয় টেস্টে সেই আগের ফর্মে ফিরেছেন টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট দলের এই হতশ্রী পারফর্মেন্সে চারদিকে রব উঠেছে চাকরি হারাচ্ছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তবে দলের এমন বাজে পারফরমেন্সের জন্য শুধুমাত্র কোচ রাসেল ডোমিঙ্গোকেই বলির পাঠা বানাতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। সফরে খেলোয়াড় এবং হেড কোচের পারফর্মেন্স মূল্যায়ন করে সিরিজের রিপোর্ট জমা দেবেন তিনি। তবে রিপোর্ট জমা দেওয়ার আগে ডোমিঙ্গোর বিষয়ে তিনি জানিয়েছেন, ডোমিঙ্গোকে বলির পাঠা বানানো উচিৎ নয়।

বুধবার (৫ মে) ক্রিকবাজকে তিনি বলেন, 'ডোমিঙ্গোকে আমাদের বলির পাঠা বানানো উচিত হবে না। দলের ভালো-মন্দের কারণে কোচকে সম্পূর্ণ দায়ী করা যায় না। ডোমিঙ্গো সর্বাত্মক চেষ্টা করেছে। মনে হয়, সে দুর্ভাগা ছিল।'

সুজন বলেন, 'আমাদের উচিত ক্রিকেটারদেরকে পরিকল্পনা সম্পর্কে বোঝানো এবং সেটা কিভাবে করতে হবে তা জানানো। ডোমিঙ্গোকে এ বিষয়গুলো বুঝতে হবে।'

তিনি আরও বলেন, 'তিনি (ডোমিঙ্গো) বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কাজ করছেন না। বাংলাদেশের ক্ষেত্রে ড্রেসিং রুমে ক্রিকেটারদেরকে নিজেদের কাজ সম্পর্কে সবসময় বলতে হবে। বড় ক্রিকেট দেশগুলোতে ক্রিকেটারদেরকে নিজের কাজ নিয়ে বলতে হয় না। তারা নিজেদের কাজ বেশ ভালোভাবে করে থাকে। কিন্তু এখানে তা হয় না, আমি এটা নিয়ে ডোমিঙ্গোর সাথে কথা বলেছি।'

খালেদ মাহমুদ সুজন এ মুহূর্তে সরাসরি হেড কোচকে অপসারণ করার পক্ষপাতি নন। বরং মেয়াদ কমিয়ে আনার পক্ষে তিনি। সুজন বলেন, 'চাইলেই একজন কোচকে নিয়োগ দেওয়া যায় না, পারিপার্শ্বিক অনেক বিষয় থাকে। সবকিছুর জন্যও কোচকে দায় দেওয়া যায় না। মাঠে ক্রিকেট খেলতে হয় ক্রিকেটারদের। কোচরা পরিকল্পনা করতে পারে কিভাবে ম্যাচ খেলবে, এর বেশি কিছু নয়।'

শেষ পর্যন্ত ডোমিঙ্গোর ভাগ্যে কী আছে তা সময়ই বলে দিবে। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কী হয় তার উপর ডোমিঙ্গোর ভাগ্য যে নির্ভর করছে তা অনেকটা বলা'ই যায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেমিফাইনালেই বিদায় রিয়ালের, ফাইনালে দুই ইংলিশ ক্লাব

সেমিফাইনালেই বিদায় রিয়ালের, ফাইনালে দুই ইংলিশ ক্লাব

সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

স্থগিত আইপিএলেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন

স্থগিত আইপিএলেও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ