টেস্ট খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৫ মে ২০২১
টেস্ট খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবে পাকিস্তান

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রতিটি দলই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে বেশি আগ্রহী। তবে ব্যতিক্রম পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা টেস্ট সিরিজ খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। বলা যায়, টেস্ট খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাচ্ছে পাকিস্তানিরা! 

মূলত, পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। চলতি বছরের আগস্টে আরব আমিরাতে এ সিরিজটি আয়োজন করতে চাচ্ছে তারা। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে সিরিজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বরাত দিয়ে বলা হয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে।’  

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত শিডিউল রয়েছে পাকিস্তান ক্রিকেটের। সকল ব্যস্ততাকে সঙ্গী করে শেষ পর্যন্ত উপযুক্ত সময় বের করে আফগানিস্তানের সাথে পাকিস্তানকে সিরিজ আয়োজন করতে হবে।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের পক্ষে-বিপক্ষে কথা বললেন টেইলর

আইপিএলের পক্ষে-বিপক্ষে কথা বললেন টেইলর

করোনার হানা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে

করোনার হানা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে

অবশেষে প্রাইজমানির অর্থ পাচ্ছেন ভারতের মেয়েরা

অবশেষে প্রাইজমানির অর্থ পাচ্ছেন ভারতের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা