অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ এএম, ০২ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

ফাইল ফটো

অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক হিসেবে দেড় বছর ধরে কাজ করছেন জর্জ বেইলি। এবার প্রমোশন পেলে সাবেক এ অজি অধিনায়ক হলেন নতুন প্রধান নির্বাচক। দীর্ঘ দিন দায়িত্ব পালন করা প্রধান নির্বাচক ট্রেভর হন্স চুক্তি নবায়ন না করে বেইলিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান নির্বাচক হন্সের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে চলতি অগাস্ট শেষেই। এরপরই প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেবেন বেইলি।

গত বছরের ফেব্রুয়ারি থেকে সাবেক ব্যাটসম্যান বেইলি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন গ্রেগ চ্যাপেলের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

৩৮ বছর বয়সের বেইলি গত বছরের জানুয়ারিতেও ক্রিকেট খেলেছেন। এত কম বয়সে অস্ট্রেলিয়ার আর কেউ প্রধান নির্বাচকের দায়িত্ব পাননি। এছাড়া ২১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা বেইলি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে বেইলির।

প্রধান নির্বাচক হিসেবে বেইলি নিয়োগ পাওয়ায় তার সঙ্গে নির্বাচক প্যানেলে আছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তৃতীয় নির্বাচক হিসেবে এখনো কারো নাম জানানো হয়নি। তবে শিগগিরই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপকে সামনে রেখে অজি যুবাদের দায়িত্বে টিম পেইন

বিশ্বকাপকে সামনে রেখে অজি যুবাদের দায়িত্বে টিম পেইন

অজিদের বিপক্ষে সিরিজ হেরে উইকেটকে দুষছেন পোলার্ড

অজিদের বিপক্ষে সিরিজ হেরে উইকেটকে দুষছেন পোলার্ড

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ল্যাবুশেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান ল্যাবুশেন