শ্রীলঙ্কার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে চমক মহেশ থিকশানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১
শ্রীলঙ্কার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে চমক মহেশ থিকশানা

চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এতে নতুন করে জায়গা পেয়েছেন স্পিনার মহেশ থিকশানা।

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুক্রবার (১০ সেপ্টেম্বর) ছিল দল ঘোষণার শেষ সময়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যদিও ইতিমধ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশিত হয়েছে।

হঠাৎ করেই শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মহেশ থিকশানা। এছাড়াও ভানুকা রাজাপাকসে এবং কামিন্দু মেন্ডিসকেও অপ্রত্যাশিতভাবে দলে নিয়েছে এসএলসি।

অনেকটা বিস্ময়কর ভাবেই স্কোয়াডে জায়গা পাননি নুয়ান প্রদীপ। তাকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছে শ্রীলঙ্কান নির্বাচকরা। নুয়ান প্রদীপ ছাড়াও স্ট্যান্ড বাই হিসেবে থাকছেন পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা এবং লাহিরু কুমারা।

বোর্ডের নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস এবং দানুষ্কা গুণাথিলাকা। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন দাশুন শানাকা।

চলতি বছরের ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার গ্রুপে আরও আছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রম।

সম্ভাব্য রিজার্ভ
নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে রায়ান টেন ডেসকাট

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে রায়ান টেন ডেসকাট

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তাহির

বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তাহির