পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২১
পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

নিরাপত্তাজনিত কারণে মাঠে খেলা গড়ানোর আগ মুর্হূতে সফর বাতিল করে পাকিস্তান ছেড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর সফর বাতিল করে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে পাকিস্তানে আর্ন্তজাতিক ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশ্বকাপের পর দেশটিতে সফর নিয়ে ইতিবাচক ওয়েস্ট ইন্ডিজ।

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ডিসেম্বররে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার সূচি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড মুখ ফিরিয়ে নিলেও পাকিস্তান সফরে যেতে রাজি ক্যারিয়ানরা। তবে সেক্ষেত্রে শর্ত দিয়েছে তারা।

২০১৮ সালের মতো নিরাপত্তা আশা করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (ডব্লিউআইসি) প্রধান নির্বাহী জনি গ্রেভ এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষেই পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেওয়া হবে। আমরা ২০১৮ সালের মতো নিরাপত্তা প্রত্যাশা করছি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০১৮ সালে পাকিস্তান সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সে সময় নিরাপত্তার চাদরে ক্যারিবিয় দলটিকে ঢেকে রেখেছিল পাকিস্তান। ডিসেম্বর-জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এ সফরেও কঠোর নিরাপত্তা পাওয়ার ব্যাপারে আশাবাদী গ্রেভ।

গ্রেভ বলেন, ‘এ মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে সফল সফর। নিরাপত্তার ব্যাপারে আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, যেমনটা ২০১৮ সালের সফরে করেছিলাম। আমরা পূর্বের প্রক্রিয়াই অনুসরণ করবো। ক্রিকেট বোর্ডের পরিচালক, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার অ্যাসোসিয়েশন এবং ক্রিকেটার সবার সাথে আলোচনা করেই পরিকল্পনা করবো। গত কয়েক বছর পুরুষ এবং নারী ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে খেলেছে।’

সফরে যেতে রাজি থাকলেও দ্রুত কোন সিদ্ধান্ত নিতে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভ বলেন, ‘আমরা দ্রুত কোন সিদ্ধান্ত নেব না। আমরা পিসিবি এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই পরিকল্পনা করবো। আমরা খেলোয়াড়দের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমাদের এ প্রক্রিয়া শীঘ্রই শুরু করবো।’


শেয়ার করুন :