একদিন আগেই ভারতের বিপক্ষে ‘একাদশ’ জানালো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৪ অক্টোবর ২০২১
একদিন আগেই ভারতের বিপক্ষে ‘একাদশ’ জানালো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিন্দন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এ ম্যাচের একাদশ কি রকম তা আগে ভাগেই জানিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলে থাকতে পারেন এমন ১২জন ক্রিকেটারের নাম জানান তিনি।

রোববার (২৪ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে একাদশে থাকবেন দুই অভিজ্ঞ শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ।

ম্যাচের লড়াই শুরু হওয়ার বেশ আগে থেকেই দুই দলের মধ্যে চলছে কথার লড়াই। সাবেক ক্রিকেটাররা কথার লড়াই শুরু করলেও এ লড়াইয়ে জড়াননি দুই দলের ক্রিকেটাররা।

চলতি বছরে বেশ ভালো অবস্থানে আছে পাকিস্তান। এ বছরে খেলা ১৪ টোয়েন্টিতে ১০টি ম্যাচে জিতেছে পাকিস্তান। এছাড়াও বিশ্বকাপের আগ মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে তারা।

অপরদিকে বিশ্বকাপের আগ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিলো ভারতীয় ক্রিকেটাররা। তাই তো প্রস্তুতির কোনো ঘাটতি দেখেন না সাবেক ক্রিকেটাররা।

টি-টোয়েন্টিতে ১৪ বার ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে মাত্রই একবারই ম্যাচ জিততে পেরেছিল পাকিস্তান।

এছাড়াও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনো মঞ্চেই ভারতের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠে নামবে বাবর আজম বাহিনী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক জানান, তার দীর্ঘদিন ধরে আরব আমিরাতের কন্ডিশনে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে। তাই এখানকার কন্ডিশন তাদের জন্য কোনো সমস্যার হবে না বলেও জানান।

বাবর আজম আরও জানান বিশ্বকাপে ভারত বাধা পেরোতে তাদের আলাদা পরিকল্পনাও রয়েছে। ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবেন বলে আশবাদী।

বিশ্বকাপের মঞ্চে  ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ১২ বারের দেখায় একটিও জয় নেই পাকিস্তানের।

পাকিস্তান স্কোয়াড (১২ জন)
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

স্পোর্টসমেইল২৪/এসিএইচ/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাদা বলে ভারত-পাকিস্তানের শ্বাসরুদ্ধকর ৬ ম্যাচ

সাদা বলে ভারত-পাকিস্তানের শ্বাসরুদ্ধকর ৬ ম্যাচ

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

প্রাথমিক পর্ব শেষ, এবার বিশ্বকাপের মূল লড়াই

প্রাথমিক পর্ব শেষ, এবার বিশ্বকাপের মূল লড়াই