যা কিছুই হোক টিমের পাশেই আছি : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ এএম, ২৬ অক্টোবর ২০২১
যা কিছুই হোক টিমের পাশেই আছি : মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। অথচ জয়ের ভালো সুযোগ ছিল টাইগারদের। বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের কারণে ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন হারে হতাশ ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। তবে দলের এমন হারে সাকিব-মুশফিকদের সাহস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ।'

দলের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে মাশরাফি বিন মর্তুজা এ কথা বলেন। একই সাথে দলের পাশে থাকার কথা জানা তিনি।

মাশরাফি বলেন, ‌‘যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’

বিশ্বকাপের প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে হারের স্বাদ পেলেও বাকি দুই ম্যাচে জয় তুলে সুপার টুয়েলভের খেলা নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে রানাসআপ হওয়ায় সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় সংগ্রহের ম্যাচে টাইগারদের বড় হার

বড় সংগ্রহের ম্যাচে টাইগারদের বড় হার

সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখতে বললেন মুশফিক

সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখতে বললেন মুশফিক

ক্যাচ মিসে ম্যাচ হারলেও লিটনকে দায়ী করছেন না মুশফিক

ক্যাচ মিসে ম্যাচ হারলেও লিটনকে দায়ী করছেন না মুশফিক

বারবার ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর 

বারবার ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর