আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ১১ নভেম্বর ২০২১
আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মিরওয়ারস আশরাফ। দায়িত্ব গ্রহণের দুই মাসের মাথায় আজিজুল্লাহ ফাজলিকে সরিয়ে আশরাফকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ মৌসুমেও আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ৩৩ বছর বয়সী মিরওয়াইস আশরাফ। এখনও ক্রিকেটকে বিদায় জানাননি তিনি। এরই মধ্যে এসিবির চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দিয়েছে তালেবান শাসিত আফগান সরকার।

বুধবার (১০ নভেম্বর) এক টুইট বার্তায় চেয়ারম্যান হিসেবে মিরওয়াইস আশরাফের নাম নিশ্চিত করে এসিবি। টুইট বার্তায় জানানো হয়, আফগানিস্তানের প্রধানমন্ত্রী এবং এসিবির চিফ প্যাট্রন মোহাম্মদ হাসান আখন্দ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আশরাফকে নিযুক্ত করেছেন।

তালেবানরা ক্ষমতায় এসেই ক্রিকেট বোর্ডের প্রধান ফারহান ইউসুফজাইকে সরিয়ে দেয়। তার স্থলাভিষিক্ত হন আজিজুল্লাহ ফজলি। এর দুই মাস যেতে না যেতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো তালেবানরা।

সাবেক সভাপতি ফারহান ইউসুফজাইয়ের পর আফগান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারিকেও সরিয়েছিল তালেবান সরকার। একের পর এক পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট।

বোর্ডের সভাপতির দায়িত্ব পেলেও এখনও পেশাদার ক্রিকেট হিসেবে আছেন মিরওয়াস আশরাফ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ হলেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ ম্যাচ খেলেছেন মিরওয়াইস আশরাফ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিত অস্ট্রেলিয়া-আফগান টেস্ট

স্থগিত অস্ট্রেলিয়া-আফগান টেস্ট

ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো নয়, সমালোচনা বন্ধ করুন : শোয়েব আখতার

ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো নয়, সমালোচনা বন্ধ করুন : শোয়েব আখতার

ঝামেলা পাকিয়েছে আফগান-পাকিস্তান দর্শক, তদন্তে আইসিসি

ঝামেলা পাকিয়েছে আফগান-পাকিস্তান দর্শক, তদন্তে আইসিসি

আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য

আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য