বোলিংয়ে রাহি-এবাদতে ভরসা রাখছেন অধিনায়ক মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৬ নভেম্বর ২০২১
বোলিংয়ে রাহি-এবাদতে ভরসা রাখছেন অধিনায়ক মমিনুল

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া ইনজুরির কারণে টেস্ট দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এছাড়াও দীর্ঘদিন ধরে টেস্ট বিবেচনাতে নেই মোস্তাফিজুর রহমান। তাই তো তরুণ বোলিং আক্রমণেই ভরসা রাখতে চান অধিনায়ক মমিনুল হক।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দূর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে পড়েন তিনি। তাই তো টেস্ট সিরিজের জন্য বিবেচনায় নেই তিনি। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা।

এছাড়াও পাকিস্তানের বিপক্ষে টেস্টের স্কোয়াডে পেসার হিসেবে আছেন আবু জায়েদ রাহি, এবাদত হোসেন এবং সৈয়দ খালেদ আহমেদ। তাদের সবাইকে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন মনে করছেন অধিনায়ক মমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মমিনুল হক বলেন, ‘মোস্তাফিজ শেষ টেস্ট খেলেছে প্রায় এক বছর আগে। তাসকিন-শরিফুল দুইজনই দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে। ইনজুরি হয়ে গেলে তো কিছু করার থাকে না। রাহী, এবাদত ওরা কিন্তু নিয়মিত টেস্ট খেলছে। খালেদও আছে। যারা আছে তারা কিন্তু অভিজ্ঞ।’

শুধু পেসার নয়, দলে থাকা দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের উপরও ভরসা রাখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সাকিব না থাকার ভার মিরাজ-তাইজুলের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি।

তবে শেষ পর্যন্ত নিজ দলের পেসারদের সন্তুষ্ট অধিনায়ক মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গত টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০১৯-২১ চক্র) আমাদের হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার রাহী। এবাদতও সর্বশেষ ম্যাচেও মোটামুটি ভালো বল করেছে। মিরাজ, তাইজুল আছে। বোলার যারা আছে তাদের নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি তারা ভালো করবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-তামিম-তাসকিন না থাকা হতাশাজনক : মমিনুল

সাকিব-তামিম-তাসকিন না থাকা হতাশাজনক : মমিনুল

চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

সাগরিকায় হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ?

সাগরিকায় হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ?

সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়

সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়