কাতারে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে খেলবে আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
কাতারে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে খেলবে আফগানিস্তান

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ দূরে ছিল আফগানিস্তান ক্রিকেট দল। অবশেষে সে সমস্যার সমাধান হয়েছে। নতুন বছরের শুরুতেই মাঠে নামবে আফগানরা। আইসিসি সুপার লিগের ওয়ানডে সিরিজে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ এক বছর বিরতি দিয়ে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে আফগানিস্তান। ২০২১ সালে কেবলমাত্র তিনটি ওয়ানডে খেলেছিল আফগান ক্রিকেটাররা।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফগানিস্তান। বুধবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আগে নিজেরদের ঘরের মাঠ হিসেবে ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করলেও এবার তা পরিবর্তন করেছে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে হিসেবে ব্যবহৃত হবে কাতারের এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়াম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানেই নিজেদের প্রস্তুতি নিয়েছিল আফগান ক্রিকেট দল।

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এখনও অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। নিকট ভবিষ্যতে হবে সেটা বলারও কোনো উপায় নেই। তাই তো বিদেশের মাঠকেই নিজেদের ঘরের মাঠে হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি বছরের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আফগানিস্তান। ওয়ানডে খেলেছিল আরও আগে চলতি বছরের জানুয়ারিতে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পর পরই জিম্বাবুয়ে উড়ে যাবে আফগানিস্তান দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। এ সিরিজের জন্য চূড়ান্ত দিনক্ষণ এখনও জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আইসিসি সুপার লিগে নিজেদের ঘরের মাঠে ইতিমধ্যেই একটি সিরিজ খেলেছে রশিদ-নবীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সে সিরিজে তিন ম্যাচে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট পেয়েছে তারা।

আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের পর হোম সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে আতিথ্য দিবে তারা। এছাড়াও বিদেশের মাটিতে জিম্বাবুয়ে ছাড়াও ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে তাদের।

নেদারল্যান্ডস সিরিজের সূচি
১ম ওয়ানডে : ২১ জানুয়ারি
২য় ওয়ানডে :২৩ জানুয়ারি
৩য় ওয়ানডে : ২৫ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :