ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১
ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে আফ্রিদি

পাকিস্তান সুপার লিগের  (পিএসএল) প্লেয়ার ড্রাফটসের আগ মুহূর্তেই দল পরিবর্তন করেছেন পাকিস্তানি সুপার স্টার শহীদ আফ্রিদি। মুলতান সুলতানস থেকে কোয়েটা গ্লাডিয়েটর্সে নাম লিখিয়েছেন তিনি।

চলতি বছরের জুনে এক সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছিলেন, ২০২২ সালে পিএসএলের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাই তো ক্যারিয়ারের শেষ পিএসএলের আগেই দল পরিবর্তন করেছেন তিনি।

রোববার (১২ ডিসেম্বর) পিএসএলের প্লেয়ার ড্রাফটস অনুষ্ঠিত হবে। সেখানেই নিজেদের পছন্দমতো ক্রিকেটারদের দলে ভেড়াবে পিএসএলের দলগুলো। তবে এর আগেই কিছু ক্রিকেটারদের দল-বদল করিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

শুধু শহীদ আফ্রিদি নন, ড্রাফটের আগে দল পরিবর্তন করেছেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স, ইফতেখার আলম এবং আজম খান।

আফ্রিদি ছাড়াও মুলতান সুলতান্স থেকে কোয়েটা গ্লাডিয়েটর্সে নাম লিখিয়েছেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। এ টুর্নামেন্ট দিয়েই ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাবেন শহীদ আফ্রিদি। এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ন্যাশন্যাল টি-টোয়েন্টি কাপে দারুণ পারফর্ম করা ইফতিখারকেও দলে ভিড়িয়েছে কোয়েটা। ইসলামাবাদ ইউনাইটেড থেকে তাকে দলে ভিড়িয়েছে। বদলি হিসেবে উইকেটরক্ষক ব্যাটার আজম খান ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দিয়েছেন।

ক্রিকেটার দলে ভেড়ানো এবং অদল-বদলের বিষয়টি নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স কর্তৃপক্ষ। পিএসএলের প্লেয়ার ড্রাফটসের নিয়ম অনুয়ায়ী, আগের মৌসুমে খেলা সর্বোচ্চ আট ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে দলগুলো। বাকি ক্রিকেটারদেরকে প্লেয়ার ড্রাফটস থেকে দলে ভেড়াতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সূচি চূড়ান্ত, বিপিএলের সময়ই মাঠে গড়াচ্ছে পিএসএল

সূচি চূড়ান্ত, বিপিএলের সময়ই মাঠে গড়াচ্ছে পিএসএল

পিএসএলে ইসলামাবাদের দায়িত্ব নিলেন আজহার মাহমুদ

পিএসএলে ইসলামাবাদের দায়িত্ব নিলেন আজহার মাহমুদ

পিএসএলে অধিনায়কত্ব পেলেন বাবর আজম

পিএসএলে অধিনায়কত্ব পেলেন বাবর আজম

নতুন শোয়েব আখতার ‘পাচ্ছে’ পাকিস্তান

নতুন শোয়েব আখতার ‘পাচ্ছে’ পাকিস্তান