‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুতেই বলা হয়েছিল এ সংস্করণে ভালো খেলবে বাংলাদেশ। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও টি-টোয়েন্টিতে এখনও  নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেনি টাইগাররা। বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনও নিজদের পায়ের নিচে মাটি খুঁজে পায়নি।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ এবং ঘরের মাঠে পাকিস্তান সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। এরপরেই প্রশ্ন উঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশ কি যোগ্য দল? সে প্রশ্নের উত্তরে অধিনায়কের মত বাংলাদেশ এখনও পায়ের নিচে নিজেদের মাটি খুঁজে পায়নি। আরও সামনে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিসিবিতে সাংবাদিকদের মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও আমাদের পায়ের নিচে মাটি খুঁজে পাই নাই। এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে।’

বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজে ভালো খেলতে না পারলেও বছরের বাকি সিরিজগুলোর পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট। রিয়াদের মতে, হোম কন্ডিশনে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে হারানো বাংলাদেশের জন্য ইতিবাচক বিষয়।

তিনি বলেন, ‘আমি সবসময় পজিটিভ জিনিসগুলো নিয়ে চিন্তা করতেই পছন্দ করি। সম্ভবত শেষ দুইটা সিরিজ বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজে ভালো ক্রিকেট খেলতে পারিনি। পুরো বছরটা দেখেন, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। হোম কন্ডিশনে শ্রীলঙ্কার সাথে সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সাথে সিরিজ, এখানে অনেক পজিটিভ দিক আছে।’

বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘ সম্ভবত আমরা এখন খারাপ সময়ের মধ্যে আছি। আমি সবসময় বিশ্বাস করি, আমি সবসময় আমার দলের সাথেই আছি। এর আগে আমরা ক্যামব্যাক করতে পেরেছি, এবারও ক্যামব্যাক করতে পারবো।’ 

চলতি বছর বাংলাদেশ দল ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তবে জিতেছে মাত্র ১১টি ম্যাচ। বাকি ১৬ ম্যাচেই পেয়েছে হারের স্বাদ। এ রকম ফলাফলের পরও দলের উপর ভরসা রাখতে চান অধিনায়ক রিয়াদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

কেন এতো তাড়াহুড়ো, বুঝতেছি না : সুজন

কেন এতো তাড়াহুড়ো, বুঝতেছি না : সুজন