পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান-হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২২
পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান-হাসান

২০২১ সালে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ফরম্যাটেই দেশটির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং হাসান আলি।

এছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার হাসান, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন রিজওয়ান। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিজওয়ান। ম্যাচে প্রভাব ফেলতে দারুণ কার্যকর ভূমিকা রাখায় বছরের সেরা পারফরমার পেসার শাহিন আফ্রিদি।

সদ্য শেষ হওয়া ২০২১ সালে টেস্টে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ উইকেট নিয়েছেন ৮ ম্যাচ খেলা হাসান। ৯ টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৭ উইকেট শিকার করেন আফ্রিদি। তবে আফ্রিদিকে পেছনে ফেলে পাকিস্তানের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন হাসান।

ওয়ানডে ক্রিকেটে গত বছর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাবর। ৬ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪০৫ রান করেছেন তিনি। এতে পিসিবির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেন বাবর।

টি-টোয়েন্টিতে গত বছর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিজওয়ান। ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৯ ম্যাচে ১৩২৬ রান করে বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় রিজওয়ান।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের ২০২১ সালে ১ হাজার ৮৬৯ রান করেছেন শাহিবজাদা ফারহান। ফলে বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হিসেবে পুরস্কার জিতেছেন তিনি।

আর বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিদা দার। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। মোট ১০ ক্যাটাগরিতে ৮ জন খেলোয়াড় পুরস্কার জিতেছেন। বাকি দু’টি ক্যাটাগরি হলো- স্পিরিট অব ক্রিকেট ও বর্ষসেরা আম্পায়ার।

স্পিরিট অব ক্রিকেট- টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর তাদের ড্রেসিংরুমে গিয়ে প্রতিপক্ষের সাথে কুশল বিনিময় করার ঘঠনা। আর বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন আসিফ ইয়াকুব।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পেশোয়ার জালমির সভাপতি হলেন ইনজামাম উল হক

পেশোয়ার জালমির সভাপতি হলেন ইনজামাম উল হক

দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের খেলতে দেয়া উচিত না : মোহাম্মদ হাফিজ

দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের খেলতে দেয়া উচিত না : মোহাম্মদ হাফিজ

হাফিজের অবসর নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি

হাফিজের অবসর নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ