টেস্টে কোহলির জায়গায় আসছেন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
টেস্টে কোহলির জায়গায় আসছেন রোহিত

দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ হেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক হিসেবে কে দায়িত্ব নিবেন তা নিয়ে চলছিল গুঞ্জন। ওয়ানডে,টি-টোয়েন্টির পর টেস্টেও অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রোহিত শর্মা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে নতুন অধিনায়ক ঘোষণা করবে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই ভারতের টেস্ট অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই বিষয়টা জানানো হবে।’

পূর্ণ অধিনায়ক হওয়ার আগে বিরাট কোহলির সহকারী হিসেবে কাজ করেছিলেন রোহিত শর্মা। এবার কোহলি সরে যাওয়ায় সে জায়গায় আসছেন রোহিত শর্মা।

অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার আগে রোহিতের ওয়ার্ক লোডের বিষয়টি নিয়েও চিন্তা-ভাবনা করছে বিসিসিআই। এ কারণেই দায়িত্ব দেওয়ার আগে তার সাথে আলোচনা করবেন বিসিসিআই কর্মকর্তারা।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘(রোহিত টেস্টেও অধিনায়ক হলে) ওয়ার্কলোড অনেক বেড়ে যাবে। তাই রোহিতের নিজেকে অনেক ফিট এবং সতেজ রাখতে হবে। আমার মনে হয়, নির্বাচকরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলবে। তাকে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

রোহিতের সহকারী হিসেবে টেস্টে কে থাকবেন তা এখনও নিশ্চিত নয় বিসিসিআই। তবে সে দৌড়ে এগিয়ে আছেন লোকেশ রাহুল, ঋষাভ পান্থ এবং জাসপ্রিত বুমরাহদের মতো তারকারা। এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘সহ-অধিনায়ক হবে ভারতের পরবর্তী নেতারা। এখন লোকেশ রাহুল, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহরা ভবিষ্যতের নেতা। তাদেরকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। এদের মধ্য থেকেই একজনকে সহ-অধিনায়ক বাছাই করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :