বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে চামিন্দা ভাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে চামিন্দা ভাস

বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তি মেয়াদ বাড়াননি বোলিং কোচ ওটিস গিবসন। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে স্টেডিয়াম পাড়ার খবর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হতে যাচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস।

বাংলাদেশ দলের সাথে মিশন শেষ করেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্সের দায়িত্ব নিয়েছেন ওটিস গিবসন। এছাড়াও এ দায়িত্বে শেষে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হেড কোচ হিসেবে দায়িত্ব নিবেন তিনি। এ কারণেই ওটিস গিবসন আর বাংলাদেশের সাথে থাকছেন না তা একদম নিশ্চিত করেই বলা যায়।

গিবসন চলে যাওয়ায় বাংলাদেশের বোলিং কোচের পদ বর্তমানে খালি রয়েছে। তার জায়গায় কে আসবে তা নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। তবে ক্রিকেটাপাড়ার বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি পেসার চামিন্দা ভাস হতে পারেন গিবসনের উত্তরসূরি।

তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চামিন্দা ভাস ছাড়াও আরও কয়েকজনের সাথে আলোচনা চলছে। তবে এখনও বিষয়টি নিশ্চিত নয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দেশের ক্রিকেটাররা। এ টুর্নামেন্ট শেষ হওয়ার সাথে সাথেই আফগানিস্তানের সাথে হোম সিরিজ খেলবে টাইগাররা। তাই তো এ সিরিজের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০১৬ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন কিংবদন্তি শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাস। সে বছর আয়ারল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সে দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। বর্তমানে সে দায়িত্বেই আছেন ভাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :