বিপিএল যুক্ত হচ্ছে ডিআরএস, থাকবে আফগান সিরিজেও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল যুক্ত হচ্ছে ডিআরএস, থাকবে আফগান সিরিজেও

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সে শঙ্কা সত্যি করেই ডিআরএস ছাড়াই শুরু হয়েছিল বিপিএল। ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্বে বিপিএলে ডিআরএসের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে এডিআরএস। তবে সব শঙ্কা ছাড়িয়ে বিপিএলেই যুক্ত হচ্ছে ডিআরএস। যা কিনা আফগানিস্তান সিরিজেও দেখা যাবে।

ডিআরএস নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কর্মীরা আসতে না পারায় বিপিএল শুরুর আগে ডিআরএস আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্টের মাঝপথেই যুক্ত হচ্ছে ডিআরএস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরি।

বুধবার (২ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির সিইও। সেখানেই ডিআরএসের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে চট্টগ্রামে শুরু করা হয়েছিল এডিআরএস। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকার দ্বিতীয় পর্ব এবং সিলেট পর্বেও এই এডিআরএসের উপরই ভরসা রাখতে হচ্ছে। কিন্তু এডিআরএস নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হওয়ায় বিপিএলের শেষাংশে থাকবে ডিআরএস।

এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা চেষ্টা করছি। শুধু আফগানিস্তান সিরিজই নয়। বিপিএলের শেষের অংশে যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএস রাখা যায় কী না। সে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।’

আরও বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে অন্তত শেষদিকের ম্যাচগুলোতে আফগানিস্তান সিরিজের পরিপূর্ণ ডিআরএসটা নিশ্চিত করা।’

বিপিএলের বিগত আসরগুলোতে শুরু থেকেই ডিআরএস রেখেছিল বিসিবি। কিন্তু এবার টানা ক্রিকেটীয় সূচির কারণে ডিআরএস আনতে পারেনি।

বিপিএলে ডিআরএস না থাকলেও আফগানিস্তান সিরিজে বিসিবির জন্য ডিআরএস রাখা বাধ্যতামূলক। কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ। ডিআরএস না থাকলে সিরিজটি সুপার লিগের অংশ হিসেবে গণ্য হবে না। ইতিমধ্যেই এ সমস্যার কারণে আফগানিস্তানের জিম্বাবুয়ে সিরিজ স্থগিত করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল খেলতে ঢাকায় মঈন আলি

বিপিএল খেলতে ঢাকায় মঈন আলি

ঢাকার বিপক্ষে থামলো কুমিল্লার জয়রথ

ঢাকার বিপক্ষে থামলো কুমিল্লার জয়রথ

নানা নাটকীয়তার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে থাকছেন মিরাজ

নানা নাটকীয়তার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে থাকছেন মিরাজ

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক