বিশ্বকাপ জিতে অর্ধ কোটি টাকা করে পুরস্কার পাচ্ছেন ভারতীয় যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
বিশ্বকাপ জিতে অর্ধ কোটি টাকা করে পুরস্কার পাচ্ছেন ভারতীয় যুবারা

ক্যারিবিয়ান অঞ্চলে প্রথমবারের মতো বসেছিল যুব বিশ্বকাপের আসর। সেখানেই ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে ভারতীয় যুবারা। সেই শিরোপা জয়ের আনন্দ আরেকটু বাড়িয়ে দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপ জেতায় ভারতীয় যুব দলের প্রত্যেককে অর্ধ কোটি টাকা (৪৬ লাখ টাকা) পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআই।

২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে উঠলেও বাংলাদেশের কাছে শিরোপা স্বাদ পায়নি ভারত। কিন্তু ২০২২ সালের ফাইনালে আর একই ভুল করেনি ভারতীয় যুবারা। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে তারা।

শিরোপা জয়ের পর এক টুইট বার্তায় ভারতীয় যুবাদের পুরষ্কার দেওয়ার ঘোষণা দেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। শুধু ক্রিকেটার নয়, কোচিং স্টাফের সদস্যদের জন্যও পুরষ্কার ঘোষণা করেন তিনি।

টুইট বার্তায় জয় শাহ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ায় ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ রুপি করে পুরষ্কার দেওয়া হবে। আমি এ পুরষ্কার ঘোষণা করতে পেরে গর্বিত। তোমরা সবাই দেশকে গর্বিত করেছো।’

শুধু জয় শাহ নয়, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও এক টুইট বার্তায় ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘অসাধারণ ভাবে বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অনেক অভিনন্দন। ওদের কৃতিত্বকে সম্মান জানাতে ৪০ লক্ষ রুপির সামান্য আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু ওদের প্রচেষ্টাকে কোনও মূল্য দিয়েই মাপা যায় না। অবিশ্বাস্য।’

যুব বিশ্ব আসরের পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে ভারতীয় দল। এর আগে ২০০০, ২০০৮,২০১২ এবং ২০১৮ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল‍্যান্ডকে হারিয়ে ভারতীয় যুবাদের পঞ্চম বিশ্ব শিরোপা

ইংল‍্যান্ডকে হারিয়ে ভারতীয় যুবাদের পঞ্চম বিশ্ব শিরোপা

লঙ্কা সিরিজে গোলাপী বলের টেস্ট খেলবে ভারত

লঙ্কা সিরিজে গোলাপী বলের টেস্ট খেলবে ভারত

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’