কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নয় দল : রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নয় দল : রোহিত শর্মা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোটেও ভালো সময় কাটাননি ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তিন ম্যাচে করেছেন মোটে ২৬ রান। তবুও তার ফর্ম নিয়ে ভারতীয় দল চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।

২০১৯ কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই সেঞ্চুরি খরায় ভুগছেন। সেঞ্চুরি না পেলেও নিয়মিতই রান করে যাচ্ছেন। তাই তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করতে নারাজ ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, ও খারাপ ফর্মে আছে। সেঞ্চুরি না পেলেও সে ভালো খেলছে। দক্ষিণ আফ্রিকাতেও সে (কোহলি) দুইটি হাফ সেঞ্চুরি করেছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ওয়ানডের প্রথম দুই ম্যাচে রান পেলেও তৃতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন কোহলি। পুরো সিরিজে একবারই দুই অঙ্কের ঘরের পৌঁছাতে পেরেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার আর বোলারদের যৌথ প্রচেষ্টায় ম্যাচ জিতেছে ভারত। ভারতীয় দলে মিডল অর্ডারে ব্যাটারদের  দারুণ পারফর্মেন্স আশাবাদী করছে অধিনায়ক রোহিতকে।

তিনি বলেন, ‘যখন যে সুযোগ পাচ্ছে। তারা নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করছে। এটা দলের জন্য বেশ ভালো। এই প্রতিদ্বন্দ্বীতা আমাদেরকে বেশ এগিয়ে রাখবে।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমটিতে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ!

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে রাহুল-অক্ষর, নেই টি-টোয়েন্টি সিরিজে

ইনজুরিতে রাহুল-অক্ষর, নেই টি-টোয়েন্টি সিরিজে

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

শচীন ও দূর্ভাগা অমল: প্রতিভাবান হয়েও অর্জনের পার্থক্য আকাশ-পাতাল

শচীন ও দূর্ভাগা অমল: প্রতিভাবান হয়েও অর্জনের পার্থক্য আকাশ-পাতাল