পিএসএলকে বিদায় জানালেন শহীদ আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পিএসএলকে বিদায় জানালেন শহীদ আফ্রিদি

করোনা আক্রান্ত হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতে খেলতে পারেননি পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। সুস্থ হয়ে মাঠে ফিরলেও এবার পুরোনা ব্যাকপেইন সমস্যায় ছিটকে গেলেন আসর থেকে। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন এ অলরাউন্ডার। ফলে তাকে জনপ্রিয় এ আসরে খেলোয়াড় হিসেবে আর কখনো দেখা যাবে না।

আফ্রিদি আগেই জানিয়ে দিয়েছেলেন, পিএসএলের সপ্তম আসরই হবে তার শেষ আসর। সুতরাং আর কখনো এ আসরে তার খেলা হচ্ছে না।

পিঠের ব্যথার কারণে চলমান আসর থেকে ছিটকে যাওয়ার বিষয়টি আফ্রিদি নিজেই নিশ্চিত করেছেন।রোববার (১৩ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

আফ্রিদি বলেন, ‘আমি ভালোভাবেই এবারের পিএসএল শেষ করতে চেয়েছিলাম। তবে গত ১৫-১৬ বছর ধরে বয়ে বেড়ানো লোয়ার ব্যাক ইঞ্জুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কারণে এখন কুঁচকি, হাঁটু এমনকি পায়ের আঙুলগুলোতেও প্রচন্ড ব্যথা হচ্ছে। শরীরকে বিশ্রাম দিতেই আর খেলবো না।’

এবারের আসরে আফ্রিদি খেলছিলেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। করোনার কারণে শুরুর কিছু ম্যাচ খেলতে পারেননি। মাঠে ফিরেও সময়টা মোটেও ভালো যায়নি আফ্রিদির। গড়েছেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। মাত্র তিনটি ম্যাচ খেলে শিকার করেছেন তিন উইকেট।

ব্যাট হাতেই তেমন সুবিধা করতে পারেননি তিনি। এক ম্যাচেই ব্যাট হাতে নামার সুযোগ হয়েছিল। সেই ম্যাচে রান করেছেন ৪। বিদায়ী আসরে ভালো খেলতে না পারায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আর কখনো পিএসএল না খেললেও ক্রিকেটকে একেবারে বিদায় বলেছেন না আফ্রিদী।আপাতত তিনি কয়েক মাসের জন্য পূর্ন বিশ্রামে থাকবেন। এরপর কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) অংশ নিবেন।

আফ্রিদি আরও বলেন, ‘স্বাস্থ্যই সবকিছু, তাই সবার আগে এটাই মুখ্য। তবে আমি আমার ভক্তদের জন্য আবার মাঠে ফিরে আসবো। আমার জন্য আপনারা দোয়া করবেন।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিজওয়ানকে রোল মডেল মানেন শাহীন আফ্রিদী

রিজওয়ানকে রোল মডেল মানেন শাহীন আফ্রিদী

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

হয় ম্যাচ জেতাও, নয়তো আউট হয়ে যাও : বাবরকে ইনজামাম

হয় ম্যাচ জেতাও, নয়তো আউট হয়ে যাও : বাবরকে ইনজামাম

কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে বাবরকে তুলনা করলেন ভিভ রিচার্ডস

কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে বাবরকে তুলনা করলেন ভিভ রিচার্ডস