নারীদের ক্রিকেট বিশ্বকাপে প্রয়োজনে একাদশ হবে ‌‘৯ জনে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
নারীদের ক্রিকেট বিশ্বকাপে প্রয়োজনে একাদশ হবে ‌‘৯ জনে’

চারদিকে ছড়িয়ে পড়েছে করোনা মহামারি। এমন অবস্থার মাঝেও অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের বিশ্ব আসর ওয়ানডে বিশ্বকাপ। তবে করোনা মহামারির জন্য যাতে অসুবিধা সৃষ্টি না হয় সেজন্য বিকল্প এক পন্থা বের করেছে আইসিসি। সেই নিয়মে জরুরী প্রয়োজনে এগারোজনের বদলে একাদশ হবে নয়জনের।

করোনার জন্য যাতে টুর্নামেন্ট পিছিয়ে না যায় কিংবা ম্যাচের সূচিতে পরিবর্তন আনতে না হয়। সে জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সুষ্ঠভাবে সঠিক সময়ে আসর শেষ করতেই দলগুলোর ক্ষেত্রে এমন ছাড় দেওয়ার কথা ভাবছে আইসিসি।

এই নতুন নিয়মের ব্যাপারটা নিশ্চিত করেছেন আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টিটলে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আইসিসি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি নিশ্চিত করেছেন, করোনার কারণে কোনো দলের খেলোয়াড় সংকট পড়লে বদলি ফিল্ডার হিসেবে কোচিং স্টাফের দু’জন মাঠে নামতে পারবেন।

টিটলে বলেন, ‘যদি প্রয়োজন পড়ে, আমরা প্রতি দলকে নয়জন ক্রিকেটার নিয়ে খেলার অনুমতি দিবো। কোনো দলের ম্যানেজম্যান্ট থেকে বদলি হিসাবে যদি কোনো নারী খেলোয়াড় নামাতে চায় তবে পারবে। সে ব্যাটিং বা বোলিং করতে পারবে না। শুধু ফিল্ডিং করতে পারবে যাতে ম্যাচটা চালিয়ে নেয়া যায়।’

করোনার কথা মাথায় রেখে ইতিমধ্যে আইসিসি থেকে প্রত্যেক দলের ১৫ জনের বাইরে অতিরিক্ত তিনজন খেলোয়াড় নেয়ার অনুমতি দেয়া হয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়ার কারণ, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে।

চলতি বছরের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। মাউন্ট মুঙ্গানুইতে ৫ মার্চ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজকে। একই দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা নারী দলের।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিসমাহ মারুফ

জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের