জুনে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৭ মার্চ ২০২২
জুনে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে চায় পাকিস্তান

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ বেশ ভালো ভাবেই সম্পন্ন করছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠ সিরিজ খেলতে আগ্রহী পাকিস্তান। চলতি বছরের জুনে তিন ম্যাচের সিরিজ খেলতে চায় তারা।

২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তান সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলার কথা ছিল দু’দলের। 

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা হানা দেওয়ায় ওয়ানডে সিরিজ স্থগিত করেই দেশে ফিরেছিল ক্যারিবিয়ানরা। স্থগিত হওয়া ওই ওয়ানডে সিরিজই চলতি বছরের জুনে আয়োজন করতে চায় পাকিস্তান।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর, স্থগিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জুনে আয়োজন করতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে আলোচনা শুরু করেছে পিসিবি।

আরও জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে রাওয়ালপিন্ডি এবং করাচিকে বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের সবগুলো ম্যাচই করাচিতে আয়োজন করেছিল পিসিবি। তবে এবার ভেন্যুর সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে আছে তারা।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ১৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ৬০ বার আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭১ ম্যাচে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন প্যাট কামিন্স

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন প্যাট কামিন্স

শাহীনের বোলিং নিয়ে প্রশ্ন তোলায় নওয়াজকে ‘অপরিপক্ব’ বললেন আকিব

শাহীনের বোলিং নিয়ে প্রশ্ন তোলায় নওয়াজকে ‘অপরিপক্ব’ বললেন আকিব

পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

আনুষ্ঠানিকভাবে পিসিবির ‌‘হল অব ফেমে’ ওয়াকার ইউনিস

আনুষ্ঠানিকভাবে পিসিবির ‌‘হল অব ফেমে’ ওয়াকার ইউনিস