আফগান ক্রিকেটে ‘ভবিষ্যৎ রত্ন’ দেখছেন ইউনিস খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৭ এপ্রিল ২০২২
আফগান ক্রিকেটে ‘ভবিষ্যৎ রত্ন’ দেখছেন ইউনিস খান

বিশ্বে ক্রিকেটে আফগানদের উত্থন নতুন কিছু নয়। জাতি হিসেবে পরিশ্রমী আফগানরা ক্রিকেটেও দেখিয়েছে পারদর্শীতা। মেধাবী ক্রিকেটার সৃষ্টিতে আফগানদের জুড়ি মেলা ভার। এবার সেটা উপলব্ধি করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। তার মতে, আফগান্ মেধারা ভবিষ্যৎ রত্নতে পরিনত হবে।

সম্প্রতি আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ইউনিস খান। নিয়োগ পেয়েই আরব আমিরাতে আফগানিস্তান ক্রিকেট দলের ১৫ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

ক্যাম্পে আফগান ব্যাটারদের প্রতিভা মুগ্ধ করেছে ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে। তিনি মনে করেন এই প্রতিভাবান ছেলেগুলোই ভবিষ্যতে বিশ্বমানের রত্নতে পরিণত হবে। তাদের সেই সামর্থ্য রয়েছে।

অনুশীলন ক্যাম্পে কাটানো সময়ের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন ইউনিস খান।

তিনি লিখেন, ‘আফগানিস্তানের ছেলেদের সাথে তাদের আরব আমিরাত শিবিরে দারুণ সময় কাটালাম। এদের কিছু দুর্দান্ত প্রতিভা রয়েছে। ঘষেমেজে রত্নতে পরিণত করা যেতে পারে ইন শা আল্লাহ।’

গত কয়েক বছরে দল হিসেবে আফগানিস্তান বেশ ভালো অবস্থান করে নিয়েছে। অথচ তাদের পথচলাটা মোটেই সহজ ছিল না। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সদস্য হয় আফগানিস্তান। এক দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলার পর ২০১৭ সালে টেস্ট মর্যাদা লাভ করে।

বিগত কয়েক বছরে আফগান দল তাদের পারফরম্যান্স দিনকে দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। উত্থানটা খুব বেশিদিন না হলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে আফগান খেলোয়াড়দের বেশ চাহিদা রয়েছে।

গত কয়েক বছরে আফগানিস্তান অনেক বড় নাম তৈরি করেছে। এদের মধ্যে সবচেয়ে বড় তারকা রশিদ খান। এছাড়াও মোহাম্মদ নবী, রহমানুল্লাহ গুরবাজ, হযরতুল্লাহ জাজাই, মুজিব-উর-রহমান এবং আরও অনেক প্রতিশ্রুতিশীল খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

উমর গুলের পর আফগান কোচিং প্যানেলে ইউনিস খান

উমর গুলের পর আফগান কোচিং প্যানেলে ইউনিস খান

রশিদ-নবীদের নতুন কোচ গ্রাহাম থর্প

রশিদ-নবীদের নতুন কোচ গ্রাহাম থর্প

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ