টানা চার হারের পর জয়ের দেখা পেল মোহামেডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১১ এপ্রিল ২০২২
টানা চার হারের পর জয়ের দেখা পেল মোহামেডান

অবশেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা চার হারের পর সিটি ক্লাবের বিপক্ষে ৫ রানে জয় পেয়েছে ঐতিহ্যবাহী দলটি।

সোমবার (১১ এপ্রিল) বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নামে মোহামেডান। শুরুতেই সিটি ক্লাবের বোলিং তোপে পড়ে ক্লাবটি। ৫৩ রানেই হারিয়ে বসে পাঁচ উইকেট।

সেই সময় দলের হাল ধরেন শুভাগত হোম এবং আব্দুল মজিদ। এই দুই জনের ব্যাটে ভর করে ২২৮ রানের মাঝারি সংগ্রহ পায় মোহামেডান। দলটির হয়ে শুভাগত হোম ৫৯ এবং আব্দুল মজিদ করেন ৬৪ রান।

২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু দলকে ভালো সূচনা এনে দেন সিটি ক্লাবের দুই ওপেনার তৌফিক তুষার এবং শাহরিয়ার কমল। উদ্বোধনী জুটিতে করেন ৫০ রান। পরের ৫০ রান তুলতে অবশ্য পাঁচ উইকেট হারিয়ে বসে সিটি ক্লাবও। স্কোরবোর্ডে ১৪২ রান তুলতেই হারিয়ে বসে সাত উইকেট।

এ সময় দলের হাল ধরেন অধিনায়ক জাওয়াদ রোয়েন এবং রাজিবুল ইসলাম। এই দুইজনের অষ্টম উইকেট জুটিতে ঘুরের দাঁড়ানোর বার্তা দেয় সিটি ক্লাব। রাজিবুলের বিদায়ের সেই স্বপ্ন ফিকে হতে শুরু করে।

তবে এক প্রান্ত আগলে রেখে মোহামেডান বধের স্বপ্ন ধরে রাখে সিটি ক্লাব। দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। শেষ ৯ বলে সিটি ক্লাবের জয়ের জন্য দরকার ছিল ৬ রান। ওই সময় অধিনায়ক জাওয়াদ ফিরলে ভাঙে সিটি ক্লাবের স্বপ্ন।

শেষ পর্যন্ত ২২৩ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। মোহামেডানের হয়ে পেসার হাসান তিন উইকেট শিকার করেন। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন সোহওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম এবং সৌম্য সরকার।

ডিপিএলে নয় ম্যাচে ৪ জয় আর পাঁচ হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে মোহামেডান। শীর্ষে ছয়ে থেকে মোহামেডানের সুপার লিগে খেলার সম্ভাবনা অনেক আগেই ধূলিসাৎ হয়েছে। এখন রেলিগেশন থেকে নিজেদের বাঁচার উপায় খুঁজছে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এনামুলের ঘূর্ণিতে মোহামেডানের টানা চতুর্থ পরাজয়

এনামুলের ঘূর্ণিতে মোহামেডানের টানা চতুর্থ পরাজয়

মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের টানা দ্বিতীয় হার

মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের টানা দ্বিতীয় হার

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল