শ্রীলঙ্কা দলে মালিঙ্গার স্থলাভিষিক্ত হলেন চামিন্দা ভাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৭ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কা দলে মালিঙ্গার স্থলাভিষিক্ত হলেন চামিন্দা ভাস

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন কিংবদন্তি সাবেক পেসার চামিন্দা ভাস। চলতি বছর মে মাসে বাংলাদেশ সফর দিয়েই চামিন্দা ভাসের নতুন মেয়াদ আনুষ্ঠানিকতা শুরু হবে। 

শ্রীলঙ্কা দলে পেস বোলিং কোচ লাসিথ মালিঙ্গার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অবশ্য এর আগে তিন দফায় শ্রীলংকার বোলিং কোচের দায়িত্ব সামলেছেন এই সাবেক শ্রীলঙ্কান পেস বোলার। এবার চতুর্থ দফায় এই দায়িত্ব নিয়েছেন তিনি।

চামিন্দা ভাস ছাড়াও শ্রীলংকার কোচিং প্যানেলে যুক্ত হয়েছে আরো নতুন মুখ। প্রধান কোচ হিসেবে ক্রিস সিলভারউড এবং সহকারী কোচ হিসেবে বাংলাদেশ সফর থেকে যাত্রা শুরু হবে নাভিদ নেওয়াজের। এছাড়া স্পিন কোচ হিসেবে শ্রীলংকার কোচিং প্যানেলে থাকবেন পিয়াল উইজেতুঙ্গে।

চামিন্দা ভাসের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। নিউজিল্যান্ডের শ্রীলঙ্কা সফরে ওদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া  আয়ারল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। একাধিকবার শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বও সামলিয়েছেন ভাস।

চলতি বছর মে মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়েই নতুন মেয়াদে কাজ করবেন তিনি। চলতি বছরের ১৫ মে প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ২২ মে দ্বিতীয় টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

খেলোয়াড়ী জীবনে চামিন্দা ভাস ছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। নিজের বোলিং দিয়ে প্রতিপক্ষকে কোনঠাসা করেছে অজস্রবার। শ্রীলংকার হয়ে সাদা পোশকে ১১১ ম্যাচে মাঠে নেমে নিয়েছেন ৩৫৫ উইকেট। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে যথাক্রমে ওয়ানডেতে ৩২২ ম্যাচে ৪০০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছে এই বাহাতি পেসার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সরকারবিরোধী আন্দোলনে বিশ্বকাপজয়ী দুই লঙ্কান ক্রিকেটার

সরকারবিরোধী আন্দোলনে বিশ্বকাপজয়ী দুই লঙ্কান ক্রিকেটার

শ্রীলংকার সহকারী কোচ হলেন নাভিদ নেওয়াজ

শ্রীলংকার সহকারী কোচ হলেন নাভিদ নেওয়াজ

বিচার চেয়ে অনশনে সাবেক লঙ্কান ক্রিকেটার

বিচার চেয়ে অনশনে সাবেক লঙ্কান ক্রিকেটার

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড ঘোষণা