রমিজা রাজাকে সরাচ্ছে না পাকিস্তানের নতুন সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০২২
রমিজা রাজাকে সরাচ্ছে না পাকিস্তানের নতুন সরকার

রাজনৈতিক পালাবদলে ইমরান খান সরকারের পতন ঘটেছে। সরকার পতনের সময়ই ধারণা করা হচ্ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদেও আসবে পরিবর্তন। তবে সেই পথে হাঁটছে না পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।

ক্ষমতাবলে পিসিবির চিফ অব প্যাট্রন হিসেবে নিযুক্ত হন দেশটির প্রধানমন্ত্রী। আর তার পছন্দের ব্যক্তিরাই পায় পিসিবির সভাপতির দায়িত্ব। পিসিবির সভাপতি পদে রমিজ রাজা এসেছিলেন ইমরান খানের পছন্দের ব্যক্তি হওয়ার কল্যাণেই। তবুও তাকে সরাতে রাজি নয় পাকিস্তান সরকার। এমনটাই জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

২০২০ সালের সেপ্টেম্বরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন রমিজ রাজা। দায়িত্ব নিয়ে দেশটির ক্রিকেটের হালচাল বদলে দেওয়ার কাজ শুরু করেন তিনি। তার সময়েই দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফরে আসে অস্ট্রেলিয়া। এছাড়াও দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নেও কাজ করছেন রমিজ রাজা।

ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, নিজ থেকেই ছাড়বেন রমিজ রাজা। তার স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক পিসিবি সভাপতি নাজাম শেঠি। তবে প্রধানমন্ত্রী এখনই পিসিবির সভাপতি পদে নতুন কাউকে নারাজ বলে জানানো হয়েছে। এই কারণে পিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না রমিজ রাজা।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, সরকারের উচ্চমহলের পরামর্শেই দায়িত্ব থেকে অব্যাহতি নেননি রমিজ রাজা। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, “রমিজ রাজা দায়িত্ব পালন করবেন কি-না সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন।”

তিনি আরও জানান, পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক বিষয়ের কারণে পিসিবির দিকে নজর দিচ্ছেন না প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যদিও তার ঘনিষ্ঠ অনেকেই পিসিবির সভাপতির দায়িত্ব নিতে উদগ্রীব হয়ে আছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

গ্লোবাল উইমেন্স লিগে পাঁচ পাকিস্তানি নারী ক্রিকেটার

গ্লোবাল উইমেন্স লিগে পাঁচ পাকিস্তানি নারী ক্রিকেটার

ফাস্ট বোলারদের ‘উচিত’ ব্যাটারদের আহত করা: শোয়েব

ফাস্ট বোলারদের ‘উচিত’ ব্যাটারদের আহত করা: শোয়েব

বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি