শৈশবের কোচ ‘ফাহিম স্যার’র শরণাপন্ন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৮ মে ২০২২
শৈশবের কোচ ‘ফাহিম স্যার’র শরণাপন্ন মুশফিক

দক্ষিণ আফ্রিকার সফরে অভিজ্ঞ মুশফিকুর রহিমের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তবে নিজেকে ফিরে পেতে চেষ্টার কমতি রাখছেন না এ টাইগার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ফর্ম ফিরে পেতে মরিয়া মুশফিক। দলের আনুষ্ঠানিক অনুশীলনের আগেই শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে নিয়ে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছেন তিনি।

চলতি বছর টেস্টে মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যা তার নামের সাথে মানানসই নয়। বিশেষভাবে মুশফিকের জন্য দক্ষিণ আফ্রিকার সফর ছিল অত্যন্ত হতাশাজনক। একটি মাত্র হাফ-সেঞ্চুরি ছাড়া বেশির ভাগ ম্যাচেই ১০ রানের নিচে আউট হয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) কিছু ম্যাচ খেলেছেন মুশফিক। সেখানেও বড় কোনো অবদান রাখতে পারেননি তিনি। টানা ফর্ম ভালো না যাওয়ায় নিজেকে ফিরে পেতে চেষ্টার কমতি রাখছেন না তিনি।
sportsmail24
শনিবার (৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে অনুশীলন করেছেন মুশফিক।

বিকেএসপিতে যখন ছাত্র ছিলেন মুশফিক, তখন সেখানকার কোচ ছিলেন ফাহিম। মুশফিকের ক্রিকেটীয় প্রতিভাটা এ অভিজ্ঞ কোচ দ্বারাই ফুটে উঠেছিল। ধারণা করা হচ্ছে, নিজের ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে নিতে ফাহিমের শরণাপন্ন হয়েছেন মুশফিক।
sportsmail24
নেটে মুশফিক যখন ব্যাটিং করছিলেন, তখন নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছিলেন ফাহিম। প্রত্যক ডেলিভারির পরই তার সাথে কথা বলতে দেখা যায় এবং নেট সেশন শেষে দু’জনে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

সিরিজের প্রথম টেস্ট খেলতে এক সপ্তাহ আগে রোববার (৮ মে) চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ দল। দলের সাথে চট্টগ্রামের উদ্দেশে মুশফিকও ঢাকা ছাড়বেন। ১৫ মে প্রথম টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ২৩ মে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

১৩ হাজারি ‘ক্লাবে’ মুশফিকুর রহিম

১৩ হাজারি ‘ক্লাবে’ মুশফিকুর রহিম

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

তৃতীয় উইকেটে লিটন-মুশফিকের রেকর্ড জুটি

তৃতীয় উইকেটে লিটন-মুশফিকের রেকর্ড জুটি

লিটন-মুশফিকের ব্যাটে জহুর আহমেদে ‘রানের রেকর্ড’

লিটন-মুশফিকের ব্যাটে জহুর আহমেদে ‘রানের রেকর্ড’