আফগান সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াডে ফিরলেন মুজারাবানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ০৩ জুন ২০২২
আফগান সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াডে ফিরলেন মুজারাবানি

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে আতিথ্য দিবে জিম্বাবুয়ে। এই সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ের ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন পেসার ব্লেসিং মুজারাবানি। এই পেসার ছাড়াও দলে ফিরিছেন স্পিনার আইনসলি এনলোভু। আফগানদের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিবেন ক্রেইগ আরভিন।

বৃহস্পতিবার (২ মে) আফগানদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে জিম্বাবুয়ে। তিন ম্যাচের এই সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন অনভিষিক্ত পেসার তানাকা চিভাঙ্গা। ওয়ানডেতে অনভিষিক্ত হলেও নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছে তার।

নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন না ব্লেসিং মুজারাবানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্মৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে থাকায় খেলতে পারেননি নামিবিয়া সিরিজ।

ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শন উইলিয়ামস। পারবিবারিক কারণে তিনি এই সিরিজে থাকবেন না। এছাড়াও ইনজুরির কারণে থাকবেন না রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।

নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটশূন্য ছিলেন ডোনাল্ড ত্রিপানো ও চিভাঙ্গা। তবুও তাদেরকে দলে রেখেছে জিম্বাবুয়ের নির্বাচকরা। ত্রিপানোর সাম্প্রতিক ফর্ম ভালো না কাটলেও চিভাঙ্গা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজটি শুরু হবে শনিবার (৪ জুন)। সিরিজের শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ ও ৯ জুন। পুরো সিরিজটিই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, টানাকা চিভাঙ্গা, লুক জোঙ্গে, তাকুওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদানদে, ওয়েসলি মাধেভ্রে, ব্লেসিং মুজারানি, ডিওন মায়ার্স, আইনসলি এনলোভু, সিকান্দার রাজা, মিল্টন সুমবা, ডোনাল্ড ত্রিপানো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

সীমিত ওভারে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক ক্রেইগ আরভিন

সীমিত ওভারে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক ক্রেইগ আরভিন

ফিক্সিং কাণ্ডে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় টেইলর

ফিক্সিং কাণ্ডে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় টেইলর

টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর