স্কটিশদের নতুন অধিনায়ক রিচি বেরিংটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৭ জুন ২০২২
স্কটিশদের নতুন অধিনায়ক রিচি বেরিংটন

মাস খানিক আগে স্কটল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কাইল কোয়েটজার। স্কটল্যান্ড দলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৩৫ বছর বয়সী ব্যাটার রিচি বেরিংটন।

দীর্ঘদিন ধরেই কাইল কোয়েটজারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিচি বেরিংটন। এবার অধিনায়ক হিসেবেই দায়িত্ব পেলেন স্কটিশদের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটার।

অধিনায়কের দায়িত্ব নিয়েই প্রথম বেরিংটনের প্রথম সিরিজ হতে যাচ্ছে নামিবিয়া ও নেপালকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে তারা।

রিচি বেরিংটন অধিনায়ক হওয়ায় নতুন সহ-অধিনায়ক হিসেবে ম্যাথু ক্রসের নাম ঘোষণা করেছে স্কটিশ ক্রিকেট বোর্ড। ২৯ বছর বয়সী ক্রস এখন পর্যন্ত স্কটিশদের হয়ে ৬৬ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি খেলেছেন।

অধিনায়কত্ব ছেড়ে দিলেও ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেয়েছেন কাইল কোয়েটজার। ১৪ সদস্যের স্কোয়াডে অবশ্য নেই নতুন কোনো চমক।

স্কটল্যান্ড স্কোয়াড
রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, কাইল কোয়েটজার, কালাম ম্যাকলেউড, জর্জ মুনসে, ডাইলান বাজ, মার্ক ওয়াট, সাফায়ান শরিফ, মিচেল লিস্ক, গ্যাভিন মেইন, অ্যাদ্রিয়ান নেইল, হামজা তাহির, ক্রিস সোল ও ক্রিস ম্যাকব্রাইড। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডে ভারতের প্রস্তুতি ম্যাচে কাউন্টি দলের অধিনায়ক শান মাসুদ

ইংল্যান্ডে ভারতের প্রস্তুতি ম্যাচে কাউন্টি দলের অধিনায়ক শান মাসুদ

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

মুম্বাইকে হারিয়ে মধ্য প্রদেশের প্রথম রঞ্জি জয়

মুম্বাইকে হারিয়ে মধ্য প্রদেশের প্রথম রঞ্জি জয়