নেওয়াজ প্রত্যাশার চেয়ে ভালো করেছে: বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
নেওয়াজ প্রত্যাশার চেয়ে ভালো করেছে: বাবর আজম

সাধারণত ছয়, সাত বা আট নম্বরেও ব্যাটিং করতে নামেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। কিন্তু রোববার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে তাকে নিয়ে একটা জুয়াই খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। দুই ভারতীয় লেগ স্পিনারকে টানা বল করতে দেখে নেওয়াজকেই চার নম্বরে পাঠায় তারা।

এতক্ষণে হয়তো জেনে গেছেন, নেওয়াজকে নিয়ে খেলা বাজিতে দারুণভাবে সফল হয়েছে পাকিস্তান ম্যানেজমেন্ট। উইকেটে এসে প্রথম বল থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হয়েছেন, ভারতের সমস্ত পরিকল্পনাই ভেস্তে দিয়েছেন। 

মাত্র ২০ বলে দুই ছয় ও ছয় চারে খেলা নেওয়াজের ৪২ রানের ইনিংস পাকিস্তানকে জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। তবে নেওয়াজকে নিয়ে বাজি ধরলেও এতটাও আশা করেনি পাকিস্তান। ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম বলেন, নেওয়াজ প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে। 

বাবর বলেন, “আমি আজ ভালো না করতে পারলেও নেওয়াজ ও রিজওয়ানের জুটিটা দারুণ ছিল। নেওয়াজ প্রত্যাশার চেয়েও ভালো করেছে কারণ ওদের দুজন লেগ স্পিনার বল করছিল। আমরা এ সুযোগটাই নিতে চেয়েছিলাম।”

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

ব্যাটিংয়ে নেমে সুযোগ পাওয়া প্রতিটি  বলকেই মারতে চেয়েছিলেন নেওয়াজ। তার মতে এরকম চাপের ম্যাচে এই চিন্তাটাই তাকে সাহায্য করেছে ব্যাট হাতে সফল হতে।

নেওয়াজ বলেন, “আমাদের ওভারপ্রতি ১০ রান দরকার ছিল। আমি জানতাম প্রতিটা সুযোগ কাজে লাগিয়ে মারতে হবে। চিন্তাটা পরিষ্কার ছিল, জায়গামতো বল পেলে প্রতিটি বলেই মারব। এমন চাপের ম্যাচে চিন্তাটা কাজে লেগেছে।”

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে পাকিস্তান। এক সপ্তাহ আগেই গ্রুপর্বে ভারতের কাছে হারের মধুর প্রতিশোধ নিলো তারা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্থানের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা