শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ এএম, ০১ নভেম্বর ২০২২
শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

চলমান বিশ্বকাপ শেষ চলতি নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘদিন পর ভারতের এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টেস্ট খেলবে দুই দল। সফর উপলক্ষে রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। এছাড়া বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ১০ ডিসেম্বর।

ঢাকায় ওয়ানডে সিরিজ শেষে হওয়ার পর দিই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্ট শেষে আবারও ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

সফরে দুটি টেস্ট আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।

বাংলাদেশে আসার আগে নিউজিল্যান্ড সফর করবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে রোহিত শর্মারা।

বাংলাদেশ সফরে ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাথি, রিশাভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

বাংলাদেশ সফরে ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের আবেদনে আইসিসির অনুমতি

আফগানিস্তানের আবেদনে আইসিসির অনুমতি

দুবাই টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু ২৩ নভেম্বর

দুবাই টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু ২৩ নভেম্বর

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

মাশরাফিকে টপকে গেলেন সাকিব