অস্ট্রেলিয়ার না, আফগানিস্তানের ক্ষতি ‘পুষিয়ে দিচ্ছে’ পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
অস্ট্রেলিয়ার না, আফগানিস্তানের ক্ষতি ‘পুষিয়ে দিচ্ছে’ পাকিস্তান

চলতি বছরের মার্চের শেষ দিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে সিজির দুটি নিজেদের মাঠে নয়, অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ব নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজটি বাতিল হওয়ায় আফগানিস্তানের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে পাকিস্তান সংক্ষিপ্ত ভার্সনের এ সিরিজটি খেলবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শেঠি।

শেঠি বলেন, “অস্ট্রেলিয়া দ্বিপাক্ষীক সিরিজ বাতিলে আফগানিস্তানের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বিপক্ষে মার্চের শেষ দিকে শারজাহতে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও রাজস্বের সমান অংশ দেওয়ার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তকে সমর্থন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।”

এদিকে, ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় ২০২৩ এশিয়া কাপ সরে যেতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক থেকে এমনটাই ঈঙ্গিতও দেওয়া হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত করতে মার্চে আবারও বৈঠকে বসবে এসিসি। সেখানেই চূড়ান্ত হবে ২০২৩ এশিয়া কাপের কোথায় হচ্ছে ভেন্যু।

তবে ভারত রাজি না হওয়ায় এশিয়া কাপের এ আসরটি পাকিস্তান থেকে যে সরে যাচ্ছে তা এখন নিশ্চিতভাবেই বলা যায়। সেক্ষেত্রে পছন্দের সবার উপরের দিকে থাকবে সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ নিশ্চিত করলো আফগানিস্তান

বিশ্বকাপ নিশ্চিত করলো আফগানিস্তান

সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া, লাভবান আফগানিস্তান

সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া, লাভবান আফগানিস্তান

অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলে বিগ ব্যাশ নিয়ে রশিদের ‘হুমকি’

অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলে বিগ ব্যাশ নিয়ে রশিদের ‘হুমকি’

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর