বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে নতুন তিন স্পন্সর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে নতুন তিন স্পন্সর

মার্চের প্রথম দিন থেকে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড সিরিজি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। ঘরের মাঠে এ সিরিজের সাথে স্পন্সর হিসেবে নতুন করে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরিজের টাইটেল স্পন্সর, পাওয়ারেট বাই এবং অন্যান্য সহযোগীদের নাম ঘোষণা করা হয়।

এ সিরিজের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সাথে নতুন করে যুক্ত হওয়া তিন স্পন্সর প্রতিষ্ঠান হলো- মধুমতি ব্যাংক লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি এবং ভিসতা। এছাড়া পাওয়ারেট বাই হিসেবে থাকছে মিনিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার।

মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ ক্রিকেটের সাথে এবারই প্রথমবারের মতো যুক্ত হয়েছে। ব্যাংকটি ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এছাড়া কো-স্পন্সর হিসেবে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস এবং এসোসিয়েট স্পন্সর হিসেবে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান ভিসতা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্রিকেট শুধু একটা খেলার নাম নয়, ক্রিকেট উত্তেজনার নাম, ক্রিকেট ভালোবাসার নাম, ক্রিকেট কখনো আরেগের নাম, কখানো নাম দেশপ্রেমের। বাংলাদেশ ক্রিকেট দল কোনভাবেই পিছিয়ে নেই, টাইগাররা এগিয়ে চলছে দুর্দান্ত।

সফলভাবে সদ্য সমাপ্ত বিপিএল যেমন ক্রিকেটারদের চাঙ্গা করেছে তেমনি আশা জাগিয়েছে সমর্থকদের। সেই ধারাবাহিকতায় ২০২৩ এর মার্চে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের আরও একটি হোম সিরিজ, খেলতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।

বুধবার (১ মার্চ) ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার লড়াই। সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচও গড়াবে। এরপর বাকি দুটি টি-টোয়ন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

ডিআরএস কোম্পানির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত বিসিবির চুক্তি

ডিআরএস কোম্পানির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত বিসিবির চুক্তি

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ