অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১২ মার্চ ২০২৩
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

ইংল্যান্ড ক্রিকেট দলকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছে বাংলাদেশ। দলের এমন সাফল্যে দারুণ খুশি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তবে সব দলের বিপক্ষে জয়ের চেয়ে এ জয়কে আলাদা করে দেখছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাশরাফি লিখেন, “অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়ছে, সেটা এক কথায় অসাধারণ।”

তিনি আরও বলেন, “টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিলো, হাতুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি।’

তরুণদের নিয়ে গড়া এ দলকে বেশ আশাবাদী সাবেক এ অধিনাক। বলেন, “তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত।”

সর্বশেষ নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলাদাভাবে লিখেন মাশরাফি। বলেন, “শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

নামের পাশে ৫’শ উইকেট চান হাসান মাহমুদ

নামের পাশে ৫’শ উইকেট চান হাসান মাহমুদ

বিশ্বচ্যাম্পিয়ন ও বাংলাদেশের পার্থক্য দেখতে চান হাথুরুসিংহে

বিশ্বচ্যাম্পিয়ন ও বাংলাদেশের পার্থক্য দেখতে চান হাথুরুসিংহে