আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১২ মার্চ ২০২৩
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে আগের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম। এছাড়া ওয়ানডে ফরম্যাটের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন জাকির হাসান।

রোববার (১২ মার্চ) ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী। তবে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারেননি মাহমুদউল্লাহ।

সিরিজের তিন ম্যাচে যথাক্রমের ৩১, ৩২ এবং ৮ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাকে রাখা হলো দলের বাইরে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নতুনদের পরখ করতে আয়ারল্যান্ডের বিপক্ষে অনেককে বিশ্রাম দেওয়া হবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর চট্টগ্রামে তিন ম্যাচে টি-টোয়েন্টি এবং ঢাকায় একটি টেস্ট খেলবে দুই দল। সিলেটে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ মার্চ।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ