বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে যুবাদের হতাশা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৩ মে ২০২৩
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে যুবাদের হতাশা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রথম টেস্টটি ড্র হয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও ভালো করতে পারেনি বাংলাদেশ ‌‘এ’ দল। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৫ উইকেটে ১৭৫ রান করেছে টাইগার যুবারা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৭ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব।

মঙ্গলবার (২৩ মে) টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে না পারা প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার।

ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ইনজুরির কারণে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার সাদমান ইসলাম। তার ইনজুরি নিয়ে এখনও কিছু জানা যায়নি। ২টি চারে ৩৬ বলে ১১ রান করেন সাদমান।

দলের আরেক ওপেনার জাকির হাসান ১৩ বলে ৪টি চারে ১৮ রান করেন। ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান।

ব্যাট হাতে প্রথম দিনের দলের পক্ষে আফিফ সর্বোচ্চ ৩৭ রান করেন। আর ৩১ রানে থামেন সাইফ। শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া ইরফান শুক্কুর করেন ২১ রান। দিন শেষে শাহাদাত হোসেন দিপু ২৮ ও নাইম হাসান ১২ রানে অপরাজিত রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের আকিম জর্ডান ও কেভিন সিনক্লেয়ার ২টি করে উইকেট নেন।


শেয়ার করুন :