পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২০ জুন ২০২৩
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী আসরেই ফাইনালে উঠলো বাংলাদেশ। রোমাঞ্চকর এক সেমি-ফাইনাল ম্যাচে পাকিস্তান নারী ইমার্জিং দলকে মাত্র ৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন লতা মণ্ডলের দল। ফাইনালে এখন ভারতীয় নারী ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলার মেয়েরা।

বৃষ্টির কারণে রিজার্ভ ডে'তে গড়ানো ম্যাচটিতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল খারাপ আবহাওয়া। আড়াই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচটি দৈর্ঘ্য কমিয়ে আনা হয় এক ওভার। ৯ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৫৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ ইমার্জিং দল।

ব্যাট করতে নেমে চরম শঙ্কায় পড়েছিল বাংলাদেশের মেয়েরা। দলীয় ১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তুলেন নাহিদা আক্তার।

নাহিদার ১৬ বলে ২১ রানের ইনিংসে লড়াই করার মতো পূঁজি পায় বাংলাদেশ। নাহিদার সাথে ব্যাট হাতে ২০ বলে অপরাজিত ১০ রান করে দারুণ সঙ্গ দেন রাবেয়া খান। এছাড়া শেষ দিকে ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন।

৯ ওভারে ৬০ রানের লক্ষ্য পেলেও বাংলাদেশ বোলারদের বিপক্ষে তা করতে পারেননি পাকিস্তানের মেয়েরা। মাত্র ৬ রানে জয় তুলে নেয় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিল পাকিস্তান। পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপূণ্যে চাপে পড়ে যায় পাকিস্তান।

৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে পাকিস্তানের। শেষ ওভারে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা।

বল হাতে নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন সানজিদা। তবে ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মেঘলা। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি।

৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেট শূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।

বুধবার (২১ জুন) প্রথম আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আসরে প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।


শেয়ার করুন :