সাইফের নেতৃত্বে চীনে খেলবে আফিফ-জাকিররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩
সাইফের নেতৃত্বে চীনে খেলবে আফিফ-জাকিররা

চীনের হাংজুতে চলমান ১৯তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বাংলাদেশের নেতৃত্ব দিবেন সাইফ হাসান। এছাড়া ১৬ সদস্যের দলে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেনরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে দলটি। তার আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া গেমসের দল নিয়ে করা হয়েছে ফটোসেশন।

এশিয়ান গেমসের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে চীনের গুয়াংজুতে পুরুষ ইভেন্টে সেরা হয়েছিলো বাংলাদেশ। ২০১৪ ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ।

সাইফ হাসান নেতৃত্বাধীন দলে আছে ইতিমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আফিফ হোসেন, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়রা।

এশিয়া গেমসে বাংলাদেশ দল
সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, সুমন খান, জাকের আলি অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।


শেয়ার করুন :